জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৫ মে,২০২২ – সি,পি, আই ( এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কালনা ১,২ ও শহর শাখা সম্পাদক এবং ৫০ বছরের নীচে এরিয়া কমিটির সদস্য নিয়ে পার্টি শিক্ষা কালনা শহরের মহিষমর্দিনী ইনিস্টিটিশনে অনুষ্ঠিত হয়। বিষয়:- শাখা সম্পাদকদের কাজের ধারা। আলোচক :- সুকান্ত কোনার ও তাপস চ্যাটার্জী ‌। সভায় সভাপতিত্ব করেন সুকুল শিকদার।

আজ ১৫ মে রবিবার ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির তৃতীয় ছাত্রী কনভেনশন অনুষ্ঠিত হল স্বাতীলেখা সেনগুপ্ত ও সাধনা মল্লিক নগর (বর্ধমান শহর) , লিঙ্গ বৈষম্য বিরোধী মঞ্চ ( সারাভারত কৃষক সভা পূর্ব বর্ধমান জেলা দপ্তর) ও বেগম রোকেয়া কক্ষে। এদিন কনভেনশনের কাজ শুরু হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে । উপস্থিত ছিলেন জেলার সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী , সভাপতি বিশ্বরূপ হাজরা সহ রাজ্য নেতৃত্ব বর্ণনা মুখার্জি ও রূপসা সাহা। কনভেনশনের সভার কাজ শুরুর আগে একটি জিটি রোড কার্জন গেট বিসি রোড সংলগ্ন এলাকা জুড়ে মিছিল সংগঠিত হয়। কনভেনশন মঞ্চ থেকে লিঙ্গ বৈষম্যহীন গণতান্ত্রিক নিরাপদ ক্যাম্পাস গঠন, লেখাপড়া থেকে ড্রপ আউট হওয়া ছাত্রীদের ক্যাম্পাসে ফেরানো, প্রত্যেক ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো, প্রত্যেক স্কুলে সেল্ফ ডিফেন্স ট্রেনিং বাধ্যতামূলকভাবে করানো, নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপ, বাল্যবিবাহ রোধ সহ ছাত্রীদের বিভিন্ন ইস্যুতে আগামীদিনে লড়াই আরও মজবুত করবার ডাক দেওয়া হয়। এদিন কনভেনশনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে রাজ্যের ছাত্রী নেতৃ রূপসা সাহা, কনভেনশনে সংগঠনিক ও রাজনৈতিক খসড়া পেশ জেলার বিদায়ী ছাত্রী সাব কমিটির আহবায়ক টিউলিপ ঘোষ, কনভেনশন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা মোট ১৭ জন প্রতিনিধি খসড়া প্রতিবেদনের উপর আলোচনা করা হয়।প্রতিনিধিদের আলোচনার পরিপ্রেক্ষিতে রাজ্য ছাত্রী সাবকমিটির পক্ষ থেকে পর্যবেক্ষণ মূলক ভাষন দেয় বর্ননা মুখার্জী, এছাড়াও এই কনভেনশনে অভিনন্দন মূলক ভাষণ দে্ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুপর্না ব্যানার্জী। ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির তৃতীয় ছাত্রী কনভেনশনের মধ্য দিয়ে যুগ্ম কনভেনর নির্বাচিত হন টিউলিপ ঘোষ ও উষসী রায় চৌধুরী , পাঁচজন কো-কনভেনর সহ মোট ২৩ জনের সাব কমিটি গঠন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।