জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৭ শে সেপ্টেম্বর – আজ কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালাকানুনের বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সি,পি,আই(এম) বর্ধমান শহর ২নং এরিয়া কমিটির বুথ এলাকায় ৬টি স্কোয়াড করা হয়েছে। ২৪নং ওয়ার্ড, ৩৪নং ওয়ার্ড, ৩৫নং ওয়ার্ড, ২০নং ওয়ার্ড, ১২ ও ১৪নং ওয়ার্ড যৌথভাবে এবং ১৩, ১৫ ও ১৬নং ওয়ার্ড যৌথভাবে এই মিছিলগুলি হয়। একই সাথে তেজগঞ্জ এলাকায় একটি প্রকাশ্য গ্রুপসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নং ওয়ার্ডে সাইকেল, মোটরসাইকেল মিছিল হয় ও মিছিল শেষে কাটরাপোতায় পথসভা হয়, সেখানে বক্তব্য রাখেন কাজল রায়।

আজ পরিযায়ী শ্রমিকদের কনভেনশন হয় কাটোয়া সুবোধ স্মৃতি ভবনে। অনুষ্ঠানটি সি আই টি ইউ কাটোয়া শহর আঞ্চলিক সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত হয়। কালনা শহরে পথসভা হয় সামনের পৌরসভা অভিযানের উদ্দেশ্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।