চিন্তন নিউজ –১০/০৩/২০২৪:- অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন – আজ বারুইপুর জেলা দপ্তরে শ্রমিক হলে ওয়েষ্টবেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কাস ফেডারেশন (সি.আই.টি.ইউ) দঃ২৪ পরগণা জেলার ২য় সন্মেলন অনুষ্ঠিত হয়। এই সন্মেলন শুরু হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন করেন সংগঠনের কার্যকারী সভাপতি উজ্জ্বল চ্যাটার্জ্জী। সন্মেলন মঞ্চে শোকপ্রস্তাব উত্তাপন করেন কার্যকারী সভাপতি উজ্জ্বল চ্যাটার্জ্জী। ইন্দ্রজিত সামন্ত, উজ্জ্বল চ্যাটার্জ্জী ও তপন মৌলিকে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়। সন্মেলনকে স্বাগত জানিয়ে উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নেপালদেব ভট্টাচার্য্য। সন্মেলনের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক গৌতম দত্ত। সন্মেলনে প্রতিনিধি ও নেতৃত্ব মিলিয়ে মোট ৯৭ জন উপস্থিত ছিলেন। সন্মেলনে বিভিন্ন সংগঠনের থেকে ১ জন মহিলা প্রতিনিধি সহ মোট ১১জন প্রতিনিধি সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন। সন্মেলনকে স্বাগত জানিয়ে ভাষণ দেন জেলা সি.আই.টি.ইউ জেলা সম্পাদক দেবাশীষ দে ও সর্বভারতীয় নেতৃত্ব জীবন সাহা।
এই সন্মেলন থেকে ২টো প্রস্তাব পাশ করা হয়।
১) ন্যায় সংহিতা ১০৬/১ ও ১০৬/২ বতিল করতে হবে।
২) আগামী লোকসভা নির্বাচনে বামপন্থী শক্তিকে জয়যুক্ত করতে হবে।
সন্মেলনে ক্রিডেনশিয়াল রিপোর্ট পেশ করা হয়।
সন্মেলনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ জেলা সভাপতি দীপঙ্কর শীল।
সব শেষে বিদায়ী সম্পাদক গৌতম দত্ত জবাবী ভাষণ দেন।
৩৫ জনকে নিয়ে জেলা কমিটি গঠিত হয়। সন্মেলন মঞ্চ থেকে ৩২ জনের নাম ঘোষনা করা হয়, পরে কাজের নিরিখে ৩ জনকে সংযোজন করা হবে।
সভাপতি নির্বাচিত হন ইন্দ্রজিত সামন্ত , সম্পাদক নির্বাচিত হন গৌতম দত্ত
কোষাধক্ষ্য নির্বাচিত হন তপন মৌলিক।
সুশান্ত ঘোষের প্রতিবেদন — রাজ্য কো অর্ডিনেশন কমিটির আহ্বানে ২৩ দিন ব্যাপি পাহাড় থেকে সাগর অধিকার যাত্রা আজ বিকাল সাড়ে চারটায় গড়িয়া শীতলা মন্দির থেকে শুরু হয়ে পরি সমাপ্তি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় সন্নিকটে ৮বি বাসস্ট্যান্ডে। সমাপ্তি অনুষ্ঠান ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে শুরু হয় । সমাবেশে সভাপতিত্ব করেন রাজ্য কো কর্ডিনেশন কমিটির সভাপতি মানস দাস।বক্তব্য রাখেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পীবাদশা মৈত্র ও ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রমুখ।সমাবেশে স্থায়ী পদযাত্রীদের সম্বর্দ্ধনা দেন কর্মচারী নেতৃবৃন্দ। আবৃত্তি পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিকলেখক শিল্পী সঙ্ঘের রাজ্য সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়।সঙ্গীত পরিবেশন করেন সুমন চ্যাটার্জী ও অন্যান্য শিল্পীবৃন্দ। সমাবেশে বিভিন্ন বক্তা সারা দেশ জুড়ে ভয়াবহ সাম্প্রদায়িকতার বিপদ ,মূল্যবৃদ্ধি,বেকারদের চাকুরী,দুর্নীতি ,রাজ্য সরকারে স্বচ্ছতার সাথে নিয়োগকরা,অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ,সমস্ত স্তরের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবী সহ বিভিন্ন দাবীগুলি তুলে ধরেন। আগামী দিনে বৃহৎ আন্দোলনে সমস্ত কর্মচারীদের যুক্ত হবার জন্য এই সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।