চিন্তন নিউজ ১১/৩/২৪ –দেবরাজ মন্ডলের প্রতিবেদন — গত ১০/৩/২৪দঃ ২৪পরগনা জেলার মগরাহাট অঞ্চলে অনুষ্ঠিত হয় ডিওয়াইএফআই এর তৃতীয় আঞ্চলিক সম্মেলন। এই সম্মেলনে অংশ গ্রহণ করেন আঞ্চলিক কমিটির অন্তর্গত অধিকাংশ ইউনিট কমিটি গুলির সদস্যরা। এই সম্মেলনে বক্তব্য রাখেন জেলার ডিওয়াইএফআই এর সম্পাদক সোমনাথ ঘোষ। এই সম্মেলন থেকে মোঃ হেদায়েতল্লা লস্কর কে সম্পাদক এবং সুপ্রিয় গায়েনকে আঞ্চলিক সভাপতি নির্বাচিত করা হয়। সম্মেলনে র শেষে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় এখানে বক্তব্য রাখেন সায়ন ব্যানার্জি, এবং চন্দন সাহা। এই সভায় সভাপতিত্ব করেন সুপ্রিয় গায়েন। এছাড়া বক্তব্য রাখেন জেলার সম্পাদক সোমনাথ ঘোষ। এই প্রকাশ্য জনসভায় এলাকার যুবক ছাড়াও অনেক সাধারণ মানুষের উপস্থিতি ছিলো অনেক।
অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন —
বুরুল সাতগাছিয়া ও বাখরাহাট এরিয়া কমিটির যৌথ উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কল্লোল মজুমদার, প্রভাত চৌধুরী আমজাদ শেখ, সুফল পাল প্রমুখ।
ডায়মন্ড হারবার বিধানসভা নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রতন বাগচী, রাজ্য কমিটি সদস্য প্রতীক উর রহমান সহ অন্যান্য নেতৃত্ব।ভারতের ছাত্র ফেডারেশন বারুইপুর মদারাট ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কমিটির সম্পাদক কমরেড অনিরুদ্ধ চক্রবর্তী, যুব আন্দোলনের নেতা কমরেড লাহেক আলি এছাড়াও গণ আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতৃবৃন্দ।
কাকদ্বীপ বিধানসভা কমিটির ডাকে লোকসভা নির্বাচনী কর্মীসভা সংগঠিত হয়। বক্তব্য রাখেন কমরেড আভাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।