জেলা

দঃ ২৪পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ : ৩১/১২/২০২৩:-দেবরাজ মন্ডলের প্রতিবেদন –আগামী ৭/১/২৪তারিখে ব্রিগেড এ যৌবনের ডাকে জনতার সমাবেশ উপলক্ষে আজ জেলার মগরাহাট এরিয়া কমিটির পক্ষ থেকে, এক মিছিল সংঘটিত করা হয়, এই মিছিলের নেতৃত্ব দেন গণ আন্দোলনের নেতা দীপক দাস।

সৌমিত্র মন্ডলের প্রতিবেদন — আজ বারুইপুর পূর্ব ডিওয়াইএফ‌আইএর পক্ষ থেকে আগামী ৭ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ কে সফল করতে কালিকাপুর স্টেশন থেকে মিছিল করে বেগমপুর অঞ্চলে কাটা খাল বাজারে শেষ করে কাটা খাল বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।এই পথ সভায় প্রধান বক্তা হিসাবে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিওয়াইএফ‌আই সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তনুশ্রী মণ্ডল।বারুইপুর পূর্বের সম্পাদক কমরেড বিপ্লব চক্রবর্তী, সভাপতি কমরেড হাফিজুল নাইয়া,বেগমপুর অঞ্চলে র যুব কমরেড ইক্তার উদ্দিন মণ্ডল।এরই সাথে আগামী সাত তারিখে যৌবনের ডাকে জনতার সমাবেশে কে সাফল্য মন্ডিত করতে বেগমপুর অঞ্চলে কাটা খাল বাজারে যুব ইউনিট এর পক্ষ থেকে অর্থ সংগ্রহ অভিযান করা হয়। এই অভিযানে স্থানীয় মানুষ উৎসাহের সাথে তাঁদের সাধ্যমত অর্থ সাহায্য করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।