জেলা

দক্ষিণ ২৪ পরগনার খবর


চিন্তন নিউজ, দেবু রায়, ২৯ জানুয়ারি: দিল্লীর বুকে আন্দোলনরত কৃষকদের ওপরে বিজেপি এবং দিল্লী পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে। কৃষকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন। কৃষকদের প্রতি সংহতি জানিয়ে এবং এই ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটির উদ্যোগে ৯৬ নম্বর ওয়ার্ড অঞ্চলে পোষ্টারিং করা হয়।

অভিজিৎ দাশগুপ্ত: রাজ্য সরকারের শ্রম দপ্তর আয়োজিত মহাকুমাভিত্তিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষার টাকায় নির্মাণ কল্যাণ পর্যদের সেস তহবিলের ১৬২০ কোটি টাকা সরিয়ে শ্রমিকদের বঞ্চিত করে মেলা উৎসবের নামে মোচ্ছবের প্রতিবাদে প্রতিটি শ্রমিক মেলায় রাজ্য সিআইটিইউ ও নির্মাণ কর্মী ইউনিয়নের (CWFI) পক্ষ থেকে প্রতিবাদ সংগঠিত করার ডাক দেওয়া হয় রাজ্য জুড়ে। সেই মতো আজ বিক্ষোভ সংঘটিত করার সময় বেলা ১টায় ডায়মন্ড হারবার মহাকুমার কুলপির বিবেক ময়দানের শ্রমিক মেলায় দক্ষিণ ২৪পরগণা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক তথা জেলা সিআইটিইউ নেতা শ্যামাপ্রসাদ রায় শ্রমিকদের ৮ দফা দাবি নিয়ে মন্ত্রী নির্মল মাজির কাছে ডেপুটেশন দিতে গেলে পুলিশ মেমোরেন্ডাম কেড়ে নেয় এবং জেলা সম্পাদক রায় ও অরূপ প্রামানিককে গ্রেফতার করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। দীর্ঘ চার ঘন্টা আটকে রেখে অবশেষে বিকেল পাঁচটা ছাব্বিশে তাদের ছেড়ে দেয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।