চিন্তন নিউজ –সংবাদদাতা অভিজিৎ দাসগুপ্ত ও সুমিত গুপ্ত (ডায়মন্ড হারবার ):- এই সেই বুক স্টল যা তৃণমূলী দুস্কৃতিরা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছিল। হ্যাঁ ডায়মন্ড হারবারের শহরের সিপিআই(এম) ডায়মন্ড হারবার ১ এরিয়া কমিটির উদ্যোগে ওখানেই বুকস্টল হবে। পার্টি কর্মীদের লড়াকু মনোভাবের কাছে পরাস্ত তৃণমূল। আজ নবমীর দিন মানুষের ঢল যেমন পুজো প্যান্ডেলে প্যান্ডেলে তেমনি ভীড় দেখা গেল এই বুকস্টলের সামনে। কচিকাঁচা থেকে শুরু করে নবীন প্রবীণের সমাহার। সকলেই তাদের পছন্দের বই কিনে নিয়ে আবার ছুটবে অন্য দিকে। রসিদ কাটতে হিমসিম খাচ্ছেন স্টলে উপস্থিত কর্মীরা। এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার বেশি বই বিক্রি হয়ে গেছে। ডায়মন্ড হারবারের দলমত নির্বিশেষে বই প্রেমী মানুষ আসছেন এই বুকস্টল দেখতে, বই কিনতে। আজ এসেছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সুনির্মল চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক মিহির রঞ্জন মন্ডল, প্রাক্তন বিধায়ক ঋষি হালদার ও উপস্থিত ছিলেন আরো অনেকে।
অভিজিত দাসগুপ্ত :—– সোনারপুরের বনহুগলী ১ গ্রাম পঞ্চায়েতের খানপাড়া বুথে বিজয়ী সিপিআই(এম) প্রার্থী সিরাজ খান। তিনিই একমাত্র বিরোধী দলের পঞ্চায়েত সদস্য। ১০০ দিনের কাজ বন্ধ। আবাস যোজনার ঘর পায় নি সেরকম কেউ। এদিকে টালির চাল দিয়ে জল পড়ছে একটু বৃষ্টি হলেই। তাই তাদের প্রিয় পঞ্চায়েত সদস্য সিরাজদাকে বলতে মানুষের জন্য কাজ করার কমিউনিস্ট মানসিকতার অদম্য জেদ, হার না মানা সিরাজ দা এদিক ওদিক থেকে চেয়ে চিন্তে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ত্রিপল জোগাড় করেন। গতকাল ২১/১০/২৩ তারিখ বনহুগলী ১ গ্রামে পঞ্চায়েতের খানপাড়ায় কিছু মানুষজনের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। আগামী দিনে আরো অনেক প্রয়োজনীয় কাজ দেখতে পাবে খানপাড়ার মানুষ। সে কথাই জানালেন খানপাড়ার পঞ্চায়েত সদস্য সোনারপুরের কৃষক সভার নেতা সিরাজ খান।