চিন্তন নিউজ ১০/৯/২৩.সুশান্ত ঘোষের প্রতিবেদন — আগামী পয়লা অক্টোবর পশ্চিম বঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ সোনারপুর মধ্য আঞ্চলিক কমিটির প্রথম সম্মেলনকে কেন্দ্র করে আজ ঘাশিয়ারা বাজারে অর্থ সংগ্রহ করা হয়। এই অর্থ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় মঞ্চের আঞ্চলিক অনেক নেতৃবৃন্দ। যেমন সুশান্ত ঘোষ উদয়ন সরকার, সুনীল সরকার সহ আরও অনেক নেতৃবৃন্দ।
অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন — আজ মথুরাপুর -১নং এরিয়া কমিটির ডাকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন দঃ ২৪পরগনা জেলার সম্পাদক শমীক লাহিড়ী।
অভিজিৎ ব্যানার্জির প্রতিবেদন — আজ শ্রমিক ভবন (কলকাতা )শুরু হয় একদিনের ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্য সাংঘঠনিক কর্মশালা। এই কর্মশালা শুরু হয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্য দানের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন এবং মাল্য দান করেন সংঘটন এর রাজ্য সভাপতি সুবাস মুখার্জী। এই কর্মশালার উদ্বোধন করেন CITU এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন।