জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: ঝুমা শীলঃ-DYFI শেওড়াফুলি আঞ্চলিক কমিটির ১৯নং শাখার ২২তম রক্তদান শিবিরের কিছু চিত্র।আজকের এই কর্মসূচি সফল করতে উপস্থিত সকল ব্যক্তিবর্গ ও সমস্ত রক্তদাতাদ ও বিভিন্ন ভাবে সাহায্যকারীদের আমাদের সংগঠনের পক্ষ থেকে লাল সেলাম, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

অর্পিতা ব্যানার্জীঃ-▪️সরকারি সমস্ত পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবীতে,
▪️১০০ দিন কাজ অবিলম্বে চালু করতে,
▪️শ্রীরামপুর মহকুমার পরিবহন ব্যবস্থার উন্নতি সহ যানযট সমস্যার সমাধানে,
আগামী ১৫ই সেপ্টেম্বর DYFI হুগলী জেলা কমিটির ডাকে শ্রীরামপুর মহকুমা শাসকের ডেপুটেশন কর্মসূচীর সমর্থনে DYFI শ্রীরামপুর পশ্চিম আঞ্চলিক কমিটির মিছিল সংগঠিত হয়।

তিলক ঘোষঃ-আজ ১০।৯।২৩ তারিখে সি আই টি ইউ, গোঘাট সমন্বয় কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড অসিত মুখার্জির দ্বিবার্ষিক প্রয়াণ দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কামারপুকুর কংকালী হিমঘরের শেডে। রক্তদান শুরুর আগে সি আই টি ইউ ‘র রক্ত পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য আবদুল হাই ।অসিত মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন গণআন্দোলনের নেতৃত্ব দেবব্রত ঘোষ,সি আই টি ইউ হুগলী জেলা কমিটির সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায়সহ সি ,আই ,টি ইউ’র জেলা ও ,গণ আন্দোলনের নেতৃত্ব গণ এবং গণসংগঠনের নেতৃবৃন্দ।সভা পরিচালনার জন্য সভাপতি হিসাবে তিলক ঘোষের নাম প্রস্তাব করেন সমন্বয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন। সমর্থন করেন অসীম মন্ডল। রক্তদান শিবিরের সংক্ষিপ্ত সভায় শোকপ্রস্তাব উত্থাপন করেন সুজিত রায়।সভাপতিত্ব করেন তিলক ঘোষ ।রক্তদান শিবিরের সূচনা করেন গণ আন্দোলনের নেতৃত্ব দেবব্রত ঘোষ। দেবব্রত ঘোষ বলেন অসিত মুখার্জি যে মতাদর্শ নিয়ে কাজ করেছেন এবং সি আই টি ইউ সাধারণ সম্পাদক থাকাকালীন শ্রমিক আন্দোলন ও সংগঠন গড়ে তোলার জন্য নিরলস ভাবে অসিত মুখার্জি যে কাজগুলো করে গেছেন, দেশের সংকটের সময় সেই কাজগুলি যদি আমরা সকলে মিলে করতে পারি তবেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।অসিত মুখার্জি যখন এস এফ আই জেলা সম্পাদক ছিলেন সেই সময় শহরের স্কুল কলেজের সাথে গ্রামাঞ্চলের স্কুল কলেজগুলোতেও সংগঠন গড়ে তোলার ভূমিকা গ্রহণ করেন ।বর্তমানে আমাদের সেই কাজও করে যেতে হবে। মোট ১০১ জন রক্ত দান করেন।তার মধ্যে পুরুষ ৯১ জন ও মহিলা ১০ জন। প্রত্যেক রক্তদাতা কে একটি করে আমগাছের চারা দেওয়া হয়।অসিত মুখার্জির দ্বিবার্ষিক প্রয়াণ দিবসে রক্তদান শিবির উপলক্ষে উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে এবং সি আই টি ইউ নেতৃত্বের পক্ষ থেকে কঙ্কালী হিমঘরের কর্তৃপক্ষ ও কর্মীদের ‘কে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।রক্তদান শিবিরের অনুষ্ঠানে কমরেড অসিত মুখার্জির স্ত্রী সোমা মুখার্জি ,কন্যা ,জামাতা , নাতনি ও দাদা উপস্থিত ছিলেন।

দীপালী মন্ডলঃ-সিঙ্গুর ২ গ্রাম পঞ্চায়েতের বুড়াশান্তি পূর্বপাড়ায় আজ ছাত্র, যুব ও মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা শিবানী দাশগুপ্ত।

Ko

সোমনাথ ঘোষঃ-চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার কুমিরমোড়া অঞ্চল কৃষক সমিতির ৩৭ তম সম্মেলন R K N হাইস্কুল কুমিরমোড়া অনুষ্ঠিত হল।
সম্মেলন এর উদ্বোধন করে বক্তব্য রাখেন ব্লক কৃষক সভার সম্পাদক কমরেড সোমনাথ ঘোষ ।
রিপোর্টিং পেশ করেন অঞ্চল সম্পাদক কমরেড সুমন্ত মুদি।
অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের নেতা কমরেড আজিম আলি।
কমরেড অমল মান্না সভাপতি ও কমরেড সুমন্ত মুদিকে সম্পাদক করে ১৪ জনের কমিটি গঠন করা হয়।
সভাপতিত্ব করেন কমরেড অমল মান্না ।
উপস্থিত ছিলেন কমরেড রত্না হাজরা।

সুদীপ্ত সরকারঃ-সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, জাঙ্গীপাড়া থানা কমিটির কনভেনশন অমল সিংহরায় ভবনের প্রণব সরকার কক্ষে অনুষ্ঠিত হল । ২৫শে সেপ্টেম্বর কোলকাতার ক্ষেতমজুর সমাবেশ, সংগঠনের সভ্য সংগ্রহ অভিযান ও সাংগঠনিক কাজ নিয়ে থানা কমিটির সম্পাদক কমরেড সুদীপ্ত ঘোষ রিপোর্ট পেশ করেন। দশটি অঞ্চলের দশ জন কমরেড রিপোর্টের উপর আলোচনা করেন। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃত্ব কমরেড স্বপন বটব্যাল ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুদীপ্ত সরকার। সভাপতিত্ব করেন কমরেড অজিত ঘোষ। ২য় সম্মেলন থেকে ৩৭জনের মধ্যে ৩৫জন কমরেডকে নিয়ে থানা কমিটি গঠিত হয়েছিল। আজ কমরেড অষ্ট পাত্র ও কমরেড অঞ্জলী পালকে থানা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

আবীর মুখার্জিঃ- সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন।হুগলী জেলা কমিটির আহ্বানে।পাণ্ডুয়া এন আর এস কোল্ড স্টোরেজ এ সাধারণ সভা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।