জেলা

দঃচব্বিশ পরগণা জেলার টুকরো খবর


দেবু রায়: চিন্তন নিউজ: ২৯শে মে:– যাদবপুর এর সন্তোষ  পুর লেকে চলছে  শিশু চলচ্চিত্র  উৎসব । শুরু হয়েছে  ২৮/৫/২২থেকে । এই শিশু চলচ্চিত্র উৎসব  টি পরিচালনা  করছেন  দিশা  নামে একটি সংগঠন, যারা এই ক্ষয়িষ্ণু  সমাজের  মধ্যে  একটা সুস্থ সংস্কৃতি গড়ে  তোলার লক্ষ্যে বিশেষ  করে  শিশু মনে  সুন্দর মানসিকতা  গড়ে  তোলার লক্ষ্যে, তাঁদের এই প্রয়াস। শেষ  দিন দুটি সিনেমা দিয়ে শেষ  হবে  সেই দুটি সিনেমা হলো চিটাগাং  এবং   প্রবেশ  অবাধ ।

অন্য দিকে আজ ডিওয়াইএফ‌আই পূর্ব যাদবপুর লোকাল কমিটি প্রাক্তন যুব  নেতা সানাই দে র স্মরণে সংস্কৃতি চক্রে  এক রক্ত দানের আয়োজন  করা  হয়। অনুষ্ঠান শুরু হয়  রক্ত পতাকা  উত্তোলন এর মধ্যে  দিয়ে। এর পরে  অসংখ্য এলাকার যুবক, ছাত্র, এবং  মহিলা  স্বেচ্ছায় রক্ত দান করেন । এছাড়া  মুক্ত চিন্তা নামে একটি স্বেচ্ছা সেবী বিজ্ঞান এবং সংস্কৃতিক  সংস্থা যারা  পশ্চিম  বঙ্গ  বিজ্ঞান মঞ্চ র অন্তর্ভুক্ত। তারাও মরন্তর  দেহ  দান এর অঙ্গীকার পত্র নিয়ে একটি ষ্টল  দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।