রাজ্য

কেউ ব্যস্ত ফোনালাপে, কেউ পৌঁছে যায় জনতার জন্য জনতার রান্নাঘরে।


কৌশিক পাল:চিন্তন নিউজ:৩রা জুন:- ওরা ব্যস্ত ফোনালাপে, দেশের জনগণের অনাহারে মৃত্যু ছোটখাটো ব্যাপার, সীমান্ত সমস্যা অনেক বেশি জরুরী কেননা দেশপ্রেমের ধুয়ো তুলে মুখ বন্ধ করা দরকার!

ত্রাণ বিলি নিয়ে হাঙ্গামা, মারপিট, লুটপাট ওদের জন্মগত অধিকার। “আসছে বছর আসছে ভোট, দিদির ভাইয়েরা তুলছে নোট।” এসব নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ!
মন্দির মসজিদ খোলা আছে ধম্মকম্মে মন দিন। আসুন আমরা পৌঁছে যাই জনতার জন্য জনতার রান্নাঘরে।
হাওড়া জেলার দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির বেতড় শাখার উদ্যোগে চলছে ‘জনতার রান্নাঘর’। আমন্ত্রিত অতিথি প্রায় ১৫০০। আজ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য্য এবং রাজ্য কমিটির সদস্য কমরেড পরেশ পাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।