কৌশিক মালিক, আরামবাগ: চিন্তন নিউজ:৩রা জুন:-আরামবাগ: আমেরিকার বর্ণবিদ্বেষ বিরোধী লড়াইকে সংহতি জানিয়ে আরামবাগে এসএফআই,,ডিওয়াইএফআই ২নং লোকাল কমিটির.উদ্যোগে পোস্টার ও কর্মসূচি,উপস্থিত ছিলেন মনিরুল কাজী,,,কৌশিক মালিক,,তুষার কোলে সহ অন্যান্য নেতৃত্ব.


রূদ্র চক্রবর্তী, হুগলী: বর্ন বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল ডি ওয়াই অফ আই ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী লোকাল কমিটি। পোষ্টার সহযোগে বিক্ষোভ করা হয় এবং মোমবাতি জ্বালিয়ে জর্জ ফ্লয়েডকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন লোকাল সম্পদক রুদ্র চক্রবর্তী, সভাপতি কাদির হুসেন,সুরজিৎ গুহ,বৃষ্টি পাল,ছাত্র নেতা রিন্টু দাস, দৈপায়ন চক্রবর্তী সহ আরো অনেকে।