চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৮ই ফেব্রুয়ারী – বর্ধমান সদর ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে গোলাপবাগ মোড়ে আগামী ১১ই ফেব্রুয়ারিতে নবান্ন অভিযানের সমর্থনে এক পথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন মামনি রায় মন্ডল। যুব ফেডারেশনের জেলা সম্পাদক অয়নাংশু সরকার, আঞ্চলিক কমিটির সভাপতি সেখ রফিকুল হক, সদস্য শৌভিক সরকার, চন্ডী লেট, উজ্জ্বল দাস সভায় বক্তব্য রাখেন। প্রাক্তন যুব নেতারা ও এলাকার যুব কর্মীরা উপস্থিত ছিলেন।
বেকারদের কাজ,
সবার পড়াশোনা,ও সবার কাজের দাবিতে
আগামী ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভাতার ১ আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে ভাতার ফায়ার ব্রিগেড মোড় থেকে ভাতার হাইস্কুল মোড় হয়ে ২২ বিঘা ময়দান পর্যন্ত মশাল মিছিল হয় ।মিছিলে উপস্থিত ছিলেন যুব নেতা শুভাশিস মিত্র, টিয়া আলম, শেখ সাদ্দাম ও ছাত্র নেতা কম আশিক ইকবাল সঞ্জু, চিন্ময় কর্মকার ।
একই বিষয়ে আজ গুসকরা পূর্ব আঞ্চলিক কমিটির ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন এর যৌথ উদ্যোগে গুসকরা শহরে শিরীষ তলা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত্য মিছিল হয়। মিছিল শেষে বাস স্ট্যান্ডে বক্তব্য রাখেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস। ও সম্পাদকমন্ডলীর সদস্য এরফান শেখ। মেমারির পাতরা গ্রামে ছাত্র, যুব ফেডারেশনের উদ্যোগে আগামী ১১ ই নবান্ন অভিযান ও ১৩ ই ফেব্রুয়ারি মেমারি নতুন বাসস্ট্যান্ডে অমল হালদার ও সুজন চক্রবর্তীর সমাবেশকে সফল করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়।
আজ বর্ধমান শহরের ঢলদিঘী পেট্রোল পাম্পের সামনে গ্যাসের লাগাম ছাড়া দামবৃদ্ধির প্রতিবাদে পথসভা হয় সিপি আই এম বর্ধমান শহর ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে।