দীপ্তেশ মুখার্জী :চিন্তন নিউজ:২৯শে এপ্রিল:– করোনা আক্রমণের ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন্দ্র সহ রাজ্য সরকার কোনোমতেই মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে না। এই পরিস্থিতিকে সামাল দিতে রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় নেমে সমান তালে মানুষের পাশে থাকার কাজ করে যাচ্ছে।
ঠিক তেমন সিঙ্গুরের অন্তর্গত বাড়ুইপাড়া পঞ্চায়েতে বাড়ুইপাড়া ডিওয়াইএফআই ১নম্বর ইউনিটের উদ্যোগে ৫৬টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। সিঙ্গুর ডিওয়াইএফআই লোকাল কমিটি সভাপতি কমরেড উজ্জ্বল খামারুর তার কাকা মারা গেছেন তাও নিজের বিপদকে উপেক্ষা করে কমরেডদের নিয়ে মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন। অনেকে বারণ করা সত্ত্বেও তিনি বলেন “এটা কমিউনিস্ট পার্টি শিক্ষা দিয়েছে বিপদে মানুষের পাশে থাকতে হয়।
তাই তিনি যেতে দায়বদ্ধ, তাঁর বক্তব্য এই সময়ে প্রতিটাদিন মানুষের পাশে থাকতে হবে৷” আগামী দিনেও তারা এইভাবে মানুষের পাশে থাকার বার্তা দেন। এই কর্মসূচিতে উজ্জ্বল খামারু, মধুসুদন দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।