জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ- ২৪শে নভেম্বর:–জয়দেব ঘোষঃ- আজ সল্টলেকে এস এস সি দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতারের পর বিধাননগর ইস্ট থানা থেকে মুক্তি পাওয়া হুগলি জেলার ছাত্র-যুব কর্মীগণ। টেট/ এস , এস ,সি সহ বিভিন্ন সরকারি পদে নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাণ্ডুয়া বামফ্রন্টের ডাকে অবস্থান বিক্ষোভ চলছে।

ব‍্যাণ্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মী মনোজিৎ মালিক পেশাগত কাজে অরুনাচল প্রদেশে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন। যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়িটি প্রায় ২০০ ফুট নীচে খাদে পড়ে একটা বড় গাছে আটকে যায়। এই দুর্ঘটনায় প্রানে বেঁচে গেলেও তিনি ভয়ঙ্করভাবে আহত হন। এই দুর্ঘটনায় তাঁর একটি পা (ফিমার) ভেঙে যায়। এরপরে অরুনাচল প্রদেশ থেকে নদীয়ার কল‍্যানীতে হাসপাতালে মনোজিৎ মালিককে আনা হয় চিকিৎসার জন‍্য। বর্তমানে অস্ত্রপ্রচারের পর বর্তমানে তিনি দেবানন্দপুরের বাড়িতেই আছেন। মনোজিৎ মালিক বিজ্ঞান মঞ্চের যে কোনো অনুষ্ঠানে পোষ্টার লেখার কাজে দারুন সুনাম অর্জন করেছে ৷

সোমনাথ ঘোষঃ- দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিজয়ে কৃষকদের অভিনন্দন জানিয়ে ও আন্দোলনে এক বছরে সাত শতাধিক শহীদ কৃষকের স্মরণে শ্রদ্ধা জানিয়ে ২৪শে নভে:’২১ বুধবার সন্ধ্যায় অঞ্চল কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে হুগলীর চন্ডীতলা-১ নং ব্লকের শিয়াখালা বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে আগামী ২৬ শে নভে: কৃষক আন্দোলনের বর্ষ পুর্তি’তে ব্লকে ব্লকে সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে এবং কৃষকের ফসলের ন্যুনতম সহায়ক মূল্যের দাবীতে, বিদ্যুৎ বিল-২০২১ ও শ্রমকোড বাতিল,পেট্রো-পণ্য সহ জিনিস পত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ইত্যাদি দাবী জানানো হয়। দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কৃষক সভার ব্লক সম্পাদক সোমনাথ ঘোষ। অংশ নেন রঘুনাথ ঘোষ,বিশ্বজিৎ মাজি,লোকনাথ ঘোষ,শুকদেব দাস,শুভদীপ রায়,তাপস ঘোষ,তপন ব্যানার্জী,কিশোর ভট্টাচার্য্য, সুরজিৎ মালিক প্রমুখ কৃষক ও ক্ষেতমজুর নেতৃবৃন্দ। ৩)দেবারতি বাসুলীঃ-একমাত্র লড়াইয়ের রাস্তায় এ বি পি টি এ ,এ বি টি এ সহ এস টি এফ আই-র কেন্দ্রীয় নেতৃত্ব:-

আজ কেন্দ্রীয় উপশিক্ষা মন্ত্রী ডা: সুভাষ সরকার কে শিক্ষকদের পেশাগত ( D.El.Ed) সমস্যা ,মিড ডে মিল,জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত বিষয়ে এস টি এফ আইয়ের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হোল। উপস্থিত ছিলেন এস টি এফ আইয়ের সাধারণ সম্পাদক সি এন ভারতী,এ বি টির সভাপতি ও এস টি এফ আই এর সম্পাদক কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, এ বি পি টি এ র সহ সভাপতি ও এস টি এফ আইয়ের সভাপতি অভিজিৎ মুখার্জ্জী সহ এস টি এফ আইয়ের কেন্দ্রীয় নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।