চিন্তন নিউজঃ– তরুন ঘোষঃ-১৫ই সেপ্টেম্বর:– আজ মগরা শহীদ স্মৃতি ভবনে সারা ভারত কৃষক সভা ব্যাণ্ডেল মগরা থানা কৃষক সমিতির সম্মেলনের উদ্বোধন করছেন জেলার প্রবীন কৃষক নেতা কমরেড আশুতোষ মুখোপাধ্যায় । উপস্থিত আছেন জেলা কৃষক সভার নেতা কমরেড বেচু রায়, কমরেড শৈবাল ব্যানার্জী। থানা কৃষক সমিতির সভাপতি কমরেড গুরুপদ ঘোষ কার্য্যকরী সম্পাদক কমরেড মহম্মদ হাফিজ।
উপমা নাথঃ- ভারতের ছাত্র ফেডারেশন চন্দননগর ১ আঞ্চলিক কমিটির নব নির্বাচিত সদস্যরা। সঙ্গে বিদায়ী সম্পাদক কমঃ অভ্রময় বিশ্বাস। নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হলেন কমঃ সন্দীপন শুর। সভাপতি নির্বাচিত হলেন কমঃ মনোজিত চক্রবর্তী।
জয়দেব ঘোষঃ-এ বি টি এ হুগলী জেলা শাখার পক্ষ থেকে আজ নব নিযুক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক), মাননীয় শ্রীযুক্ত সঙ্ঘমিত্র মাকুর মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন জেলা সম্পাদক কমরেড গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্ব ।
৩৬তম এস এফ আই হুগলী জেলা সম্মেলন থেকে নির্বাচিত সম্পাদক নবনীতা চক্রবর্তী ও সভাপতি বাদশা দাস । সম্পাদক সভাপতি সহ নবনির্বাচিত জেলা কমিটির সকল সদস্যদের সংগ্রামী অভিনন্দন জানানো হয়।