রাজ্য

স্কুল বাড়ীর জমি দখল করে চলছে তৃনমুলের দলীয় কার্যালয়


সুপর্ণা রায়: চিন্তন নিউজ; ২৪শে নভেম্বর:–এবার ধরা পড়লো আর এক দূর্নীতির অভিযোগ। মুর্শিদাবাদের সামশের।গঞ্জে এক স্কুল বাড়ীর জমি দখল করে চলছে তৃনমুলের দলীয় কার্যালয়। এমন ই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক শৈলেন চন্দ্র মন্ডলের। অবশ্য এলাকার তৃনমুলের নেতৃত্ব বরাবরের মতো জানিয়েছে এই অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
তৃনমুল সরকারের এখন ছুঁচোগেলার মতো অবস্থা। প্রতিটি বিষয়ে ধরা পড়ছে দূর্নীতি। কোর্ট ঘর এখন তৃনমুল সরকারের রোজনামচা। সামসেরগঞ্জ থানার গাজিনগর মালঞ্চা গ্রামপঞ্চায়েতের ৪ নং মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের জমির অংশ তেই গড়ে উঠছে তৃনমুলের দলীয় কার্যালয়। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে তিনি জানেন না কবে থেকে এই নির্মান কাজ চলছে তবে জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি উর্ধতন কতৃপক্ষ কে জানিয়েছেন । সুত্রের খবর অনুযায়ী জানা গেছে ঐ অঞ্চলের তৃনমুলের প্রধান উত্তম সাহার তত্বাবধানেই স্কুলের জায়গাতে নির্মান কাজ চলছে এবং ঐ জায়গা যে স্কুলের সেটাও স্বীকার করেছে স্থানীয় তৃনমুল নেতৃত্ব। প্রধান শিক্ষক জানিয়েছেন যে ঐ নির্মান কাজে তিনি বাঁধা দিয়েছিলেন কিন্ত ঐ উত্তম সাহা কোন কিছুর ই তোয়াক্কা না করে নির্মান কাজ চালাতে থাকেন। উত্তম সাহা এই বিষয় টি সম্পর্কে জানিয়েছেন স্থানীয় মানুষজন নাকি ঐ জমি তৃনমুলের কার্যালয় তৈরীর জন্য দিয়েছেন আর কিছু তিনি জানেন না।শমসেরগঞ্জের বি ডি ও কৃষ্ণচন্দ্র মুন্ডা জানিয়েছেন তিনি বিষয় টি সরজমিনে তদন্ত করে দেখতে বলেছেন পুলিশ কে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।