মিতা দত্ত:-চিন্তন নিউজ:২৪শে নভেম্বর:– মানুষের ভয় যে কোনো উল্কাপিন্ডের আঘাতে ধবংস হতে পারে পৃথিবীর,মৃত্যু হতে পারে আপনার ও আপনার প্রিয়জনের।নাসার বিজ্ঞানীরা এখন সেই ভয়ের অবসান ঘটাতে তৈরী করেছে প্রজেক্ট ” সুইসাইড স্পেসক্রাফট”।
নাসা গত মঙ্গলবার একটি স্পেসক্রাফট লঞ্চ করেছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে।এখনো পর্যন্ত বিজ্ঞানের সেই অগ্রগতি হয়নি যে ইচ্ছামত উল্কাপিন্ডের গতিপথ পরিবর্তন করা,কিন্তু নাসা এই স্পেসক্রাফটটি দিয়ে “ডাইমোর্ফোর্স” নামক বিরাট গ্রহানুকে ধাক্কা মেরেছে যার ফলে বিজ্ঞানীদের অনুমান এই গ্রহানুকে কক্ষপথ চ্যুত করা হয়েছে।যদিও তারা সফল হয়েছে কি না তা এখনো বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি।
বিজ্ঞানীদের মতে যদি এই টেস্ট সফল হয় তাহলে ভবিষ্যতে পৃথিবীর পক্ষে বিপজ্জনক মানব সভ্যতা ধ্বংসকারী বিরাট উল্কাপিন্ড ও গ্রহানুগুলির দিক পরিবর্তন করাতে সক্ষম হবে বিজ্ঞানীরা।