জেলা রাজ্য

বাঁকুড়া রাণীবাঁধের শবর জনগোষ্ঠী জেগে উঠছে।



সোনালী দত্ত দাঁ : চিন্তন নিউজ:৫ই মার্চ:- অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল রাণীবাঁধের বঞ্চিত মানুষগুলোর।রাণীবাঁধের জঙ্গলমহলের গভীর জঙ্গলে বসবাসকারী শবরগোষ্ঠীর বঞ্চিত মানুষগুলো যারা জীবনযুদ্ধে কোনও রকমে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন। তাদের জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর অথচ তাদের জীবন জীবিকা আজ বিপন্ন। বর্তমান লুঠেরা সরকারের আমলে চলছে অবাধ লুঠ।

মানুষের এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্তির দাবিতে শুক্রবার লালঝান্ডার উদ‍্যোগে গ্রামে গ্রামে মানুষ সংগঠিত হয় বাস্তুজমি,সরকারী বাড়ী,বিদ‍্যুৎ ,পানীয় জল,১০০দিনের কাজ ইত‍্যাদি ১০ দফা দাবীতে। বিশাল মিছিল করে তারা বিডিও অফিসে ডেপুটেশন দেন এবং তাদের দাবীপত্র মাননীয় বিডিওর হাতে জমা দেন। অনেক প্রলোভন, হুমকি , কোনও প্রতিকূল পরিস্থিতিই তাদের আর আটকে রাখতে পারেনি।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।