সঞ্জিত রায়:চিন্তন নিউজ:২৬শে মার্চ:–সারাদেশে করোনা ভাইরাস। সকল মানুষ গৃহবন্দী। বাইরে বের হওয়া বন্ধ। জমায়েত বন্ধ। তাই রক্তদান শিবিরও বন্ধ। কিন্তু রক্তের চাহিদা তো কমছে না। চাহিদার তুলনায় রক্তের যোগান কম।ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের হাহাকার।
ঠিক এই সময় রক্তের যোগান দিতে এগিয়ে এল এসএফআই.এর কর্মীরা। না থালা বাজানোর জন্য নয়। রক্ত দিয়ে মুমূর্ষ মানুষকে বাঁচাতে। বামপন্থীরা যতই ভোট কম পাক,মানুষের প্রয়োজনে তারাই এগিয়ে আসে। পাশে দাঁড়ায়। এসএফআই সেই ধারাকেই এগিয়ে নিয়ে গেল।
রক্তের প্রয়োজনে নিজেদের রক্ত দিতে ছুটে গেল আসানসোল জেলা হাসপাতালে। বিনিত চক্রবর্তী,অঙ্কিতা আইচ,ঈষাণ চক্রবতী প্রমূখদের স্যালুট। করোনার আতঙ্কে যখন কেউ ঘর থেকে বের হচ্ছে না,হাসপাতালে যেতে ভয় পাচ্ছে তখন হাসপাতালে গিয়ে রক্ত দান সত্যই মহান দান। তোমাদের বার বার কুর্নিশ জানাই।