রত্না দাস:চিন্তন নিউজ:২৬শে মার্চ:–করোনার জেরে সরকারের নির্দেশে লকডাউন চলছে রাজ্যজুড়ে। সেই লকডাউন উপেক্ষা করে কোন্নগরের দেশপ্রাণ মিষ্টান্ন ভান্ডার এর মালিক দোকান খোলা রেখে ব্যবসা চালাচ্ছেন। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।উত্তরপাড়া থানার পুলিশ সেই মিষ্টির দোকান বন্ধ করতে গেলে সেখানে উপস্থিত হয় কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব। তিনি সেখানে পুলিশকে বাধা দেন ,শুধু বাধা নয় পুলিশকে হেনস্থা করেন ও ধাক্কা মারেন। জানা গেছে তন্ময়দেব আবার উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের ছায়াসঙ্গী। রাজ্য শাসকদলের কাউন্সিলরের এই ভূমিকায় নিন্দার ঝড় ওঠে সব মহলে ।
পুলিশ সূত্রের খবর আইপিসি ১৮৮ ধারাসহ আরো অন্যান্য ধারায় মামলা দেওয়া হয় অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে।
সেখানকার সাধারণ মানুষের অভিযোগ জনপ্রতিনিধি হয়ে যদি আইন অমান্য করে তাহলে সাধারন মানুষ কি শিক্ষা নেবে ওনার থেকে?
গ্রেপ্তার করার পর থানায় গিয়েও নিজের ঔদ্ধত্য দেখিয়ে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পুলিশ তার ফোনটি কেড়ে নেয়।পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছে কোন্নগরের বিশিষ্ট মানুষজন। যদিও পরে থানা থেকে ব্যক্তিগত বন্ডে জামিন হয় অভিযুক্ত কাউন্সিলরের।