দেবু রায়:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:- সুদূর কাশ্মীর থেকে এরা কলকাতায় আসেন শাল ও শীতের পোষাক বিক্রি করতে। কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর এমনিতেই নানা সমস্যায় জর্জরিত, তার ওপর লকডাউন! না পারছেন কাশ্মিরে ফিরতে, না পারছেন এখানে ব্যবসা করতে! আজ সন্তোষপুর লেক টেরেসে আটকে পরা কাশ্মিরী যুবকদের পাশে দাঁড়ালো সিপিআইএম কর্মীরা…ভরসা দিলো পাশে আছি।
লকডাউনের ফলে সঙ্কটে পরা পরিবারগুলির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল সিপিআই(এম), যাদবপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্ভুক্ত লেক-মডার্ন শাখার কমরেডরা।