জেলা

মানুষের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ এস.এফ.আই


মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ: ১৫ই মে:- আজ এস.এফ.আই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে শিলিগুড়ি ৪০নম্বর ওয়ার্ডে আসরোফ নগর এলাকায় প্রায় ৪০ জন অসহায় মানুষের হাতে শুকনো খাবার ‌ তুলে দেওয়া হলো । এস.এফ.আই ডাবগ্ৰাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান, কোরোনা ভাইরাস সংক্রমণের ফলে গোটা দেশ জুড়ে লোকডাউন চলছে তার পর থেকেই অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত পাশে দাঁড়াচ্ছে ছাত্র সংগঠন এস.এফ.আই ডাবগ্ৰাম লোকাল কমিটি। আগামী দিনেও এভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ এস.এফ.আই ডাবগ্ৰাম লোকাল কমিটি ।

অপরদিকে আজ দক্ষিণ দিনাজপুর থেকে সুশান্ত বিশ্বাসের রিপোর্ট –আজকে সিপিআই(এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়াতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই ৩০০ জন দুঃস্থ মানুষদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী (চাল,ডাল সানরাইজ সরষের তেল, আলু,সাবান কিছু মাস্ক) হাতে তুলে দেওয়া হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।