জেলা

নয়া শিক্ষা নীতির প্রতিবাদে ছাত্র-যুব


অর্কদেব চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৫ই সেপ্টেম্বর:-আজ ১৫ই সেপ্টেম্বর দাবী দিবসকে কেন্দ্র করে সোনারপুর দক্ষিন লোকাল কমিটির অন্তর্গত কোদালিয়া ইউনিটের উদ্যোগে ৬টি বুথে ৬ টি জায়গা থেকে সাইকেল মিছিল হয়। আজকের মিছিল সফল করার জন্য গতকাল প্রতি বুথ এলাকায় পথসভা সংগঠিত হয় ।

এই পথসভা গুলিতে বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক  শেখ মেহেদি ইমাম, লোকাল কমিটির সভাপতি  অনিমেষ দাস, যুব নেতা  রতন মজুমদার,  সঞ্জিত দে ,  অর্কদেব চ্যাটার্জি ,সভাগুলিতে সভাপতিত্ব করেন  অঞ্জন গুহঠাকুরতা ও কমরেড শুভেন্দু দে।

এই দিনের  বক্তাদের প্রত্যেকের জাতীয় শিক্ষা নীতি ( NEP) ২০২০ বাতিল করার দাবি তোলেন। এছাড়াও স্কুল কলেজের ফি কমানোর দাবি, শিক্ষার জন্য স্পেশাল স্টিমুলাস প্যাকেজ দেওয়ার দাবি, রাজপুর সোনারপুর পৌরসভাতে শুন্য পদে স্থায়ী নিয়োগ , মাসে ৬০০০ টাকার বেকার ভাতা দেওয়া,সেই সঙ্গে কর্মী ছাঁটাই এর বিরোধিতার কথাই মূলত থাকলেও তার সঙ্গেই কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরনের বিরোধিতা, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিমা দেওয়ার দাবি তোলা হয়।

এই সভা থেকে রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে কর্মী নিয়োগ করার দাবিও তোলা হয়।
আজ সাইকেল মিছিলে সোচ্চারিত হয়, উপরোক্ত দাবিগুলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।