রাজ্য

লকডাউনের জেরে অভুক্ত পরিবারের খাদ্যসংস্থানের দায়িত্ব নিল এস‌এফ‌আই/ডিওয়াইএফ‌আই


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৫ই এপ্রিল:-ইলামবাজার ব্লকের ঘুড়িষা গ্রামের তিনোর পাড়া মৌজার করডেঙ্গে মাঝি পাড়া। মঞ্জুর মোল্লা । মেয়ে আছে তাঁর বিয়ে হয়ে গেছে, কিন্তু সে মানসিক ভারসাম্যহীন । ছেলে থাকা সত্ত্বেও তাঁদের দেখে না।

মঞ্জুর মোল্লার স্ত্রী কাজ করে লোকের বাড়িতে লোকজন খাবার দিলে তবেই তাঁদের খাবার জোটে এবং তাঁর স্বামীর জন্য নিয়ে যায়। এই লকডাউন ফলে খুব কঠিন পরিস্থিতির শিকার হয়েছে। স্থানীয় পঞ্চায়েতকে বললেও কোনো ব্যবস্থা করে দেয় নি। এস‌এফ‌আই/ডিওয়াইএফ‌আই ইলামবাজার লোকাল কমিটির কর্মীরা খবর পেয়ে ছুটে যায় তাঁর বাড়িতে খাদ্য সামগ্রী তুলে দেয়। দুদিন খাবার খাইনি। কালকের খাবার যা দেওয়া হয় তা আজকে খেয়েছে। ওই পরিবার দায়িত্ব নিয়েছে এস‌এফ‌আই/ডিওয়াইএফ‌আই এর কর্মীরা। তাঁর বাড়ী ভগ্নদশা আপাতত ত্রিপল দিয়ে কিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং জামা কাপড়ের ব্যবস্থাও করা হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।