রাজ্য

সরকারি ঘোষনা, আর বাস্তব রূপায়নের মধ্যে আশমান-জমিন ফারাক


সরোজ দাস:চিন্তন নিউজ:১৫ই এপ্রিল:-১৯৪৩ এর দুর্ভিক্ষের নববর্ষ বাংলা দেখেছে, কিন্তু ঘরবন্দি নববর্ষ বাঙালি এই প্রথম দেখলো। শ্রমিক, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত এক বিশাল অংশের মানুষের কাজ বন্ধ লকডাউনের কারণে। সরকার নির্দেশ দিলেও কি মালিক পক্ষ বেতন দিচ্ছেন সর্বত্র?

করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা নিয়ে
যেমন তথ্যলোপাট চলছে খোদ নবান্নের নির্দেশে , ঠিক সেই ধারাবাহিকতা অন্যান্য ক্ষেত্রে ও বহমান। এই প্রান্তিক মানুষের কথা মনে রেখে সিপিআইএম বালি বেলুড় এরিয়া কমিটির অন্তর্গত বেলুড় পশ্চিম ৪নংশাখার পক্ষ থেকে আজ কিছু অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো চাল ডাল আটা তেল আলু ও সয়াবিন ও সাবান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।