জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার খবর


চিন্তন নিউজ:৯ই ডিসেম্বর:- শিয়ালদাহ থেকে সুচরিতা বসু জানাচ্ছেন গতকাল শিয়ালদায় বিগবাজারের সামনে দিল্লিতে কৃষি আইন বাতিলের দাবিতে অবস্থানরত সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ‍্য কমিটির ডাকে প্রতিবাদ সভা সংগঠিত হয় l চোখে পড়ার মতো সংখ্যায় সাধারণ মানুষ ও মহিলা কর্মী- সমর্থক উপস্থিত হোন l

সোনারপুর উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জি জানাচ্ছেন, সোনারপুর উত্তর সিপিআই(এম) এরিয়া কমিটির পক্ষে দেশবাপ্যী ধর্ম ঘটের সমর্থনে ও কৃষি আইন বাতিলের দাবিতে আজ মিছিল রাস্তা অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন ধর্মঘটী মানুষ l

মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন আজ কৃষকদের সমর্থনে সিপিআই(এম) বাটা মহেশতলা এরিয়া কমিটির কর্মসূচিতে বাটা মোড় , নঙ্গী মোড় ও নঙ্গী স্টেশনে উপস্থিত কমরেডরা অবরোধ করেন। উপস্থিত কমরেডদের অভিনন্দন ও লাল সেলাম জানান স্থানীয় নেতৃত্ব l

মগরাহাট থেকে দেবরাজ মন্ডল জানাচ্ছেন আজ সারা ভারত সাধারণ ধর্মঘট ও কেন্দ্রের কালা কৃষি আইন বাতিলের দাবিতে বামপন্থী গণসংগঠনগুলি রেলপথ অবরোধ করেন সাধারণ বাম – কর্মী সমর্থকরা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।