জেলা রাজ্য

বিজ্ঞান‌ই পারে সাধারণ মানুষকে সঠিক পথে চলতে,


কৌশিক পাল: চিন্তন নিউজ:২১শে জুন:- আজ এক যুগান্তকারী ঘটনার সাক্ষী রইলো মার্কসবাদী কমিউনিস্ট পার্টি দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত জনগণ। আজ এরিয়া কমিটির চাটার্জিহাট ১ ও ২ শাখার অধীনে জনিতার রান্নাঘর ৪ দিন ধরে চলছে ,আজ অনেকেই সন্দিহান ছিলেন এই খাবার হয়তো নষ্ট হবে মানুষ হয়তো নেবেন না সূর্যগ্রহণের জন্য।

কিন্তু পার্টি কমরেড কেয়া দাস, নারায়ণ ভট্টাচার্য্য ও সমস্ত পার্টি কমরেডরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এই অন্ধ কুসংস্কার কে ভাঙার জন্য তাই আজ গ্রহণের সময় থেকেই অথিতিদের জন‍্য খাবার বিতরণ শুরু করা হয় প্রায় ১২০০ জন অতিথি খাবার নেন। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কমরেড কনীনিকা ঘোষ জেলা সভানেত্রী স্বপ্না ভট্টাচার্য্য সি পি আই(এম) হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুমিত্র অধিকারী। ঠিকমতো বোঝাতে পারলে বিজ্ঞান বাধ্য করবে সাধারণ মানুষকে সঠিক পথে চলতে, সঠিক কথা বলতে একথা আবার ও প্রমাণিত হল আজ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।