বিজ্ঞান ও প্রযুক্তি

জল সংরক্ষণের চেতনায়


” কল্মীর মা ” প্রমীর ঘোষ । চিন্তন নিউজ:৮ই জুলাই:--

কল্মীর মা- আর্থিকভাবে পিছিয়ে পড়া
কিন্তু সচেতন নারী
কাজ করে খায় সে
এ বাড়ী ও বাড়ী ।

এখনো শোনেনি সে
“নীতি আয়োগ” ঘোষিত
জলসঙ্কটের আগাম হুশিয়ারি
তবে হ্যাঁ, অপচয় বন্ধে
বরাবরই সে – সুঅভ্যেসের অধিকারী ।।

প্রতিদিন কাজে যাতায়াতের পথে
রাস্তায় অবিরাম ধারায়
পড়ে যাওয়া জলের
অপচয় বন্ধে
সে হয়না হয়রানি ,
বলে,কাল আবার রাখবে খুলে
তাও আমি জানি ।।

এভাবেই কল্মীরমা
জলের অপচয় বন্ধে
থাকে উদ্যমী
পায় সুধীজনের প্রশংসা
আর কতিপয়ের বদনামী ।।

এক কাজের বাড়ীর
মুখরিত আলোচনায়
পায় সে – ভবিষ্যত
জলসঙ্কটের খবর ,
মনে মনে আতঙ্কিত
হয় সে –
বৃক্ষ উচ্ছেদে মেতেছে যে
নব্য সভ্যতার গ্রাম- শহর ।

ক্রমশ উষ্ণতর হচ্ছে
আজকের নয়া পৃথিবী
বহুতলে ঢাকছে
শহরের প্রকৃতি ।
তাই সুধীজনের আহ্বান
গাছ লাগাও প্রানপন ।
কাজের ফাঁকে ভেবে নেয়
কল্মীর মা –
কাল থেকে শুরু হবে
তার,বৃক্ষরোপন অভিযান ।

উন্নত চেতনার তাগিদে
কল্মীর মা শুরু করে
বৃক্ষ রোপনের নিজস্ব কর্মসূচি
অন্তত একটি বৃক্ষরোপন
করবেই সে প্রতিদিন
বাঁচাতে আগামী পৃথিবী ।।

এভাবেই নিঃশব্দে তার
আগামীর পদচালনা
সুধীজন বিস্মিত –
দেখে, কল্মীর মায়ের
স্বতস্ফূর্ত উন্নত চেতনা ।

অন্যদিকে শাসকদলের
কতিপয় কর্মী সমুদয়
পানীয়জল সরাবরাহেও
কাটমানি খায় ।
সাধারণে তাই আজ তৈরী
ওদের জানাতে বিদায় ।।

একদিন শেষে -গ্রামের
সুধীজন এসে
কল্মীর মায়েরে ডাকে,
দিতে সম্বর্ধনা –
এতশত বোঝেনা সে —
বলে, একি বিড়ম্বনা ?
সেদিনের সেই
সম্বর্ধনা সভায়
জলসম্পদ রক্ষায়
কল্মীর মায়েরে জোগায়
নতুন প্রেরণা ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।