রাজ্য

গঙ্গা গর্ভে বিলীনের আশঙ্কায় সরাটির ৬০ পরিবার।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২০শেঅক্টোবর:–গঙ্গা গর্ভে বিলীনের আশঙ্কা _সরে যাচ্ছে সরাটির ৬০ পরিবার-। শারদ উৎসবের পর থেকে সমানে ভেঙে চলছে গঙ্গা নদীর পাড়।। ঘটনা চাকদহের সরাটি পঞ্চায়েত এলাকায়।।সরাটি উত্তর,হেমনগর, তারিনীপুর,সান্যালচর সবজায়গাতেই নিজেদের ভিটেমাটি চোখের সামনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দেখে তারা পঞ্চায়েত অফিস ভাংচুর করেছে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।। সরাটির পঞ্চায়েত প্রধান ১১ জনের নামে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।। এরপর থেকে এলাকার গ্রামের মানুষ বা্ধ্য হয়ে লাগাতার মিছিল মিটিং করতে শুরু করেন।।

সেচ দপ্তর ও গ্রাম বাসিরা উভয়ের প্রচেষ্টায় উত্তর সরাটি থেকে হেমনগর ও রায়ডাঙা পর্যন্ত কিছুটা বাঁধানো কাজ শুরু হয় প্রাথমিক ভাবে ।। কিন্তু গত বুধবার থেকে আবার ভাঙন শুরু হয়। এখন ৬০ টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায়।। বাসিন্দারা বাধ্য হয়ে নিজেরাই নিজেদের ভিটেমাটি সরিয়ে নিচ্ছেন।। সর্বগ্রাসী গঙ্গা নদীর দিকে অসহায় হয়ে তাকিয়ে হামিদুল,নুর ইসলাম, বিজিত, রিতু এবং অঞ্জনা বিশ্বাসরা আর অসহায় অপেক্ষা করছে কবে স্থায়ী ভাবে গঙ্গা নদীর পাড় বাঁধানো হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।