জেলা

দক্ষিণ ২৪ পরগনার আজকের সংবাদ


চিন্তন নিউজ:৩০শে আগস্ট,২০২০, বারুইপুর থেকে সংবাদ সংগ্রাহক সুচরিতা বসু জানিয়েছেন যে, আজ বারুইপুর পশ্চিম ভারতের যুব ফেডারেশন এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় l এই অতিমারীর সময় রক্তদানের মতো মহৎ উদ্যোগে ৭৫জন মানুষ রক্তদান করেন l রক্তদান শিবিরে সমস্ত স্বাস্থ্য বিধি পালন করা হয় l অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীকে ডিওয়াইএফ‌আই বারুইপুর পশ্চিম কমিটির পক্ষ থেকে অভিননদন জানানো হয় l।

দক্ষিণ ২৪ পরগনার সংবাদ সংগ্রাহক চন্দনা বাগচী জানিয়েছেন যেআজ সিপিআই (এম) বাটা- মহেশতলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মহেশতলা ও সংলগ্ন এলাকায় জীবন- জীবিকা ও গনত্রান্তিক অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করা হয় l উল্লেখ্য সিপিআই (এম) সারাদেশ ব্যাপী মানুষের জীবন জীবিকা ও মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে ও নির্দিষ্ট ১৬ দফা দাবীর ভিত্তিতে সপ্তাহব্যাপী প্রতিবাদ দিবস পালন করার ডাক দেয়া হয় l প্রতিবাদে বামপন্থী কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ জমায়েত করেন ও এলাকার নেতৃত্বস্থানীয় বক্তব্য রাখেন l

দেবরাজ মন্ডল ধামুয়া দক্ষিণ থেকে জানিয়েছেন যে ,আজ ধামুয়া দক্ষিণ এস‌এফ‌আইও ডিওয়াইএফ‌আই র পক্ষ থেকে স্থানীয় ৩টি বাজারে করোনা রোগের বিরুদ্ধে সচেতনা বৃদ্ধি ও মাস্ক ও স্যানিটাইজার বিলির কর্মসূচি গ্রহণ করা হয় l সকলে ধামুয়া দক্ষিণ এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই ইউনিট কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানান l কর্মসূচিতে মগরাহাট এস‌এফ‌আই লোকাল কমিটির পক্ষে অবিনাশ দাস এবং ডিওয়াইএফ‌আই মগরাহাট লোকের কমিটির পক্ষে চন্দন সাহা সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান l

সোনারপুর থেকে রিপোর্টার – ডালিয়া চ্যাটার্জী জানান, আজ ৩০ শে আগস্ট রবিবার সকাল ৮,৩০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সি পি,আই,(এম)সোনারপুর উওর এরিয়া কমিটির অন্তর্গত শ্রীখণ্ডা নবগ্রাম শাখায় বামপন্থী কর্মী সমর্থকদের যৌথ উদ্যোগে কোরনা সচেতনতা বৃদ্ধি ও মাক্স বিলি কর্মসূচী ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়।এই কর্মসূচীতে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক কম:অপূর্ব কুমার মন্ডল ও এরিয়া কমিটির সদস্য কম:বিশ্বজিত মন্ডল ও শাখা সম্পাদক সমীর কুমার হালদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।