কমলেন্দু রায়: চিন্তন নিউজ:৩০শে আগস্ট,২০২০:- আজ কৃষক আন্দোলনের জননেতা প্রয়াত কমরেড হীরেণ সাহার স্মরণে কুমারগঞ্জে শোকমিছিল।
বালুরঘাট ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির উদ্যোগে আজ শ্রমিক-কৃষক ভবনে অ্যান্টিবডি টেস্টের আয়োজন করেছিল। কিন্তু বালুরঘাট পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দেয়, এনিয়ে জনগণের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়।