কলমের খোঁচা

বেনোজল – গৌতম দাস


দেশ জুড়ে ছড়ায় যে শধু
বেনোজল ,
নষ্ট করছে __সখ্যতার
সুন্দর ফসল ।

অঙ্কুরিত হচ্ছে বিষ ফুল
আগাছায় ভরছে সমাজ ,
অসহায় আশার মুকুল
ফুটতে পারেনা দেখি আজ ।

মৌন জণসমুদ্র ,
উদ্যম ঘিরেছে অরণ্যে ,,
ভয়ার্ত নিঃশ্বাস হারিয়েছে বিশ্বাস
অবাক দৃষ্টি শধু শুন্যে ।

বন্ধুত্বের সেই মন্ত্র
কেড়ে নিলো সব __ষঢ়যন্ত্র ,
মুক্তির পথে আজ ঘৃণ্য শৃগাল
কেড়ে নেয় সম্পদ,
হয় মলামাল ।
ছড়ায় ষড়যন্ত্রের জাল ,
আবস্থা মানুষের ক্রমশঃ বেহাল ॥

মানুষের শক্তিতে বানিয়ে ঢাল
দুর্গ গড়ছে যতো ঘৃন্য শৃগাল ,
টাকার পাহাড়ে তারা গড়ছে মহল ।
অভুক্ত জনতার ক্রন্দন রোল
আশা নিয়ে বাড়িয়ে আছে শধু হাত ,
দিন যায় প্রাণ যায় , দ্যাখেনা প্রভাত ॥

দেশ জুড়ে ছড়ায় যে শধু
বেনোজল ,
বিষ ফুল থেকে হয়
শুধু বিষ ফল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।