রাজ্য

শহীদ বেদী প্রতিষ্ঠার দাবীতে মিছিল দুবরাজপুরে


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৪ জুলাই: দু’দিন আগেই গ্রামে কৃষক নেতার শহীদ বেদী ভেঙেছিল তৃণমূলী দুষ্কৃতীরা। প্রতিবাদে থানায় অভিযোগ জানিয়েছে সিপিআই(এম)। এবার সেই গ্রামেই প্রতিবাদ মিছিল হলো সিপিআইএম পার্টির পক্ষ থেকে। বুধবার বিকালে বীরভূমের দুবরাজপুরের পোছিয়ারা গ্রামে সিপিআইএম-এর পক্ষ থেকে হওয়া ধিক্কার মিছিল থেকে দাবি তোলা হয়েছে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে শহীদ বেদী।

কৃষক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন কৃষকনেতা নিরোদ দাস। ১৯৮০ সালে তারই স্মরণে নির্মিত হয়েছিল শহীদ বেদী। রাতের অন্ধকারে সেই বেদী তৃণমূলীরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ। ক্ষোভ ছড়িয়েছে গ্রামজুড়ে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশে মানুষ মিছিল করেছে। শাসক সন্ত্রাসে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা এই গ্রামে মানুষ তৃণমূলের রক্তচক্ষুর বিরুদ্ধে যে ফের খোলস ছেড়ে বেরোচ্ছেন, এই মিছিল দিয়েছে তারই প্রমাণ। মিছিলে উপস্থিত ছিলেন শীতল বাউরি, সাধন ঘোষ, হাসিব শেখ, একরাম শেখ প্রমুখেরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।