জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, ৪ জুন ২০২৩, সংবাদ দাতা-কৃষ্ণা সরকার – সি পি আই (এম)বর্ধমান সদর ১ এরিয়া কমিটির ডাকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দেওয়ান দিঘিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পার্টি রাজ্য কমিটির সদস্য অমল হালদার।আগামী কর্মসূচি সম্পর্কে বলেন পার্টি বর্দমান সদর ১ এরিয়া কমিটির সম্পাদক মৃণাল কর্মকার। সভায় সভাপতিত্ব করেন দেবু রায়। উপস্থিত ছিলেন পার্টি জেলা কমিটির সদস্য মহবুব আলম ও অপর্ণা সাহা।
সভার শুরুতে দেওয়ানদিঘিতে “জ্যোতি বসু রিসার্চ সেন্টার” তৈরির জন্য ও গণশক্তি তহবিলে পার্টি রাজ্য কমিটির সদস্য অমল হালদারের হাতে ৫০০০/- করে ১০,০০০/- টাকার চেক তুলে দিলেন সুব্রত ভট্টাচার্য্য।

সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন গুসকরা পশ্চিম ব্লক কমিটির কর্মীসভা ভাতকুন্ডায় পালিত হয়। প্রতিটি পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ গড়ে তুলতে, চোর ধরো- জেলা ভরো দাবিতে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালিত হয়। বর্ষায় মজুরি আন্দোলন গড়ে তোলা সহ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে কর্মীসভায় বক্তব্য রাখেন বাসুদেব মেটে, মহাদেব মেটে, মিজানুর রহমান, সুরেন হেমরম, সুশান্ত ঘোষ। সভাপতিত্ব করেন সুমঙ্গল বাসকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।