চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৯ ই এপ্রিল – বর্ধমান শহর ২নং এরিয়া কমিটির ডাকে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী কম পৃথা তা-এর সমর্থনে বিশাল মিছিল ছোটনীলপুর নির্বাচনী কার্যালয় থেকে শুরু করে বীরহাটা, ভাতছালা, বড়নীলপুর বাজার হয়ে পীরতলায় শেষ হয়। পথনাটিকা, গান ইত্যাদি আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মিছিল এগিয়ে চলে সকল নাগরিকের কাছে পৌঁছাতে।
মেমারী বিধানসভার জোট সমর্থিত সি পি আই এম প্রার্থী সনৎ ব্যানার্জীর সমর্থনে পূর্ণগ্ৰামে পথসভা হয়, উপস্থিত ছিলেন আব্দুল রহমান, হিরুলাল সরেন, সনৎ ব্যানার্জী এবং বিশিষ্ট শিক্ষক আনোয়ার রহমান।
মঙ্গলকোট বিধানসভা নির্বাচন কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শাহজাহান চৌধুরীর প্রচারে ভাল্লো গ্রাম অঞ্চলের পিণ্ডিরা থেকে ধান্যরুখী পর্যন্ত প্রার্থীসহ প্রচার মিছিল সংঘটিত হয়।