রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১লা অক্টোবর:-সরকারী নির্দেশিকা অগ্রাহ্য করে, বর্তমান অতিমারি পরিস্থিতিতে স-শরীরে উপস্থিত থেকে পরীক্ষা নিল লাভপুর কলেজ কর্তৃপক্ষ। এসএফআই কর্মীরা এই খবর পেয়ে কলেজে যেতেই স্থান পরিবর্তন করে লাভপুর হাই-মাদ্রাসায় ষষ্ঠ সেমিস্টারের পরিবেশ বিদ্যা বিষয়ে পরীক্ষা শুরু হয়।
![](https://chintannews.com/wp-content/uploads/2020/10/IMG-20201001-WA0009-1024x767.jpg)
যদিও এই অতিমারি পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় না রেখে, অবৈধভাবে সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লাভপুর কলেজ কর্তৃপক্ষকে মেইল করেছিল এসএফআই কর্মীরা।
![](https://chintannews.com/wp-content/uploads/2020/10/IMG-20201001-WA0010-576x1024.jpg)