বিভাস সাহা :- চিন্তন নিউজ:- ৬ই সেপ্টেম্বর:২০২০:-আজ রবিবার (০৬/০৯/২০২০)বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং এর অন্তর্গত বাঁশড়া অঞ্চলে সিপিআই(এম)’র ডাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরনের প্রতিবাদে ঘুটিয়ারীশরিফে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয় । এই মিছিলে বামফ্রন্টের শরিক দল ফরোয়ার্ড ব্লকও অংশগ্রহণ করে । বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ক্যানিং সিপিআই (এম) এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য তাপস অধিকারী। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই মানুষ মারার নীতির সমালোচনা করে আগামী দিনেও সাধারণ মানুষের দাবি নিয়ে আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। ছাত্র – যুব সহ অনেক সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন । তাপস অধিকারী মিছিলে অংশগ্রহণকারী সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
রিপোর্টার – শ্যামলিমা মিত্র জানাচ্ছেন, বারুইপুরের বেলগাছিতে মহিলা সমাবেশআজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বারুইপুর পূর্ব কমিটির ডাকে বেলগাছিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় । এলাকার বহু সংখ্যক মহিলা ও মহিলা আন্দোলনের কর্মী উপস্থিত হন । সমাবেশে উপস্থিত প্রায় ৩৫০ জন মহিলাকে এই অতিমারীর সময় স্বাস্থ্য সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন, সাবান, মাস্ক বিতরণ করা হয় l উল্লেখ্য এদিনের সমাবেশ সংগঠনের রাজ্য কমিটির ডাকে ‘লক্ষ্মী সায়গল’ ও ‘নরেন্দ্র দাভোলকার’ বিজ্ঞান মনস্কতা ও স্বাথ্য সচেতনতা রাজ্য ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে করা হয় ।সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা বসু ও জেলা সম্পাদিকা মোনালিসা সিনহা ।উপস্থিত সকলকে করোনার বিষয়ে সচেতন করা হয় ।