জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৩ শে মার্চ ২০২১ – বর্ধমান কাছারি রোডে শহীদ ভগৎ সিং ছাত্র শিক্ষা ও কর্মমুখী প্রকল্পের উদ্যোগে আজ ভগৎ সিং এর আত্মবলিদান দিবসে ছাত্রছাত্রীদের বিনামূল্যে মাস্ক, পেন, খাতা দেওয়া হয়।

শহিদ কমরেড মঙ্গল হেমব্রমের স্মরণ সভা ভাতার ২ এরিয়া কমিটির ধানদলসা আদিবাসী পাড়ায় পালিত হয়।স্মরণ সভায় উপস্থিত ছিলেন বামাচরণ ব্যানার্জী, ভাতার বিধানসভা কেন্দ্রের সি পি আই(এম) প্রাথী নজরুল হক, সুভাষ মণ্ডল, সিদ্ধার্থ রায়, সৈয়দ মহম্মদ মসিহ, চিত্ত ব্যানার্জী, সিতাংশু ভট্টাচার্য, তারাপদ ঘোষ, সুধাময় মালিক, সনাতন হেমব্রম প্রমুখ।

গতকাল বর্ধমানের রসিকপুরে বোমব্লাস্ট হয়ে মারা যায় সেখ আফরোজ, আহত হয় সেখ ইব্রাহীম । বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্তমোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী পৃথা তা দেখতে এলেন। পৃথা তা বললেন কবে মাফিয়া রাজ বন্ধ হবে? নির্বাচন কমিশন কি যারা বোম তৈরী করেছে তাদের কি শাস্তি দিতে পারবেন? এইভাবে মায়ের কোল শূন্য করা হচ্ছে তার কি শাস্তি হবে?হাসপাতালে দেখতে গেলেন সেখ ইব্রাহীমকে পৃথা তা।

আজ সকালে আউসগ্রাম বিধান সভার সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী চঞ্চল মাজির সমর্থনে গুসকরা পূর্ব এরিয়া কমিটি এলাকার গুসকরা -২ নং অঞ্চলের নওদার ঢাল স্টেশন সংলগ্ন জায়গায় দেওয়াল লিখন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।