জেলা

হুগলির আজকের নিউজ


নিজস্ব সংবাদদাতা :- চিন্তন নিউজ:: ২৩ শে মার্চ- দিকে দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের প্রচার, প্রস্তুতি চলছে- আজ হুগলি জেলার সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোওয়ার্ড‌‌‌ ব্লক প্রার্থী ডাঃ প্রনব ঘোষের প্রচার- ডাঃপ্রনব ঘোষ এবার চুঁচুড়ায় এর সমর্থনে আজকের মহামিছিল যা আজকে জনজোয়ারে পরিনত হলো। শহর থেকে গ্রামের ভোটারদের একটাই কথা এবার চুঁচুড়া বিধানসভা নির্বাচনে গরীবের ডাক্তার প্রনব ঘোষ কেই বিধায়ক হিসেবে চাই। চুঁচুড়া শহরের মহিলারাও বলছেন তাঁদের নিরাপত্তা সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোওয়ার্ড‌‌‌ ব্লক প্রার্থীরাই দিতে পারেন তাই সংযুক্ত মোর্চা সরকার গঠনে তারাও ডাঃ প্রনব ঘোষ এর সমর্থনে ভোট প্রদান করবেন। শহর থেকে গ্রাম একটাই কথা বলছে চুঁচুড়ায় এবার গরীবের ডাক্তার কমরেড প্রনব কুমার ঘোষ কেই চাই। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী ডাঃ প্রনব কুমার ঘোষ নির্বাচনী প্রচারে হুগলির চকবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে পরিচিত হয়ে আবেদন রাখলেন সংযুক্ত মোর্চারকে সমর্থন করার জন্য । আজ চকবাজার , বালির মোড় সংলগ্ন অঞ্চলে প্রচারে..চুঁচুড়া কেন্দ্রের বাম প্রার্থী ডাক্তার প্রণব কুমার ঘোষ আজ বিকেলে ৫ নম্বর ওয়ার্ডে প্রচারে..

গরলগাছাতে কমঃ মহঃ সেলিম। তার প্রচার ঘিরে মানুষের মধ্যে একটা বিরাট উৎসাহ চোখে পড়ার মতোন। গরলগাছা রাধাবল্লভ পাড়াতে পথসভার আয়োজন করে স্থানীয় কমরেডরা। এই পথসভা শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

কোন্নগরের কানাইপুর নৈটিরোডের ধারে দেওয়াল লিখন।।ভোট প্রচারে আরামবাগ পৌরসভার ১১ও ১৭ নং ওয়ার্ডে সৎযুক্ত র্মোচা সর্মথিত সিপিআইএম প্রাথী কমরেড
শক্তি মোহন মালিক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।