চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৫ অক্টোবর, ২০২১ – ২৪ অক্টোবর : সি পি আই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন আজ অনুষ্ঠিত হলো প্রয়াত কমরেড সাধনা মল্লিক নগরে (কাটোয়া শহর), প্রয়াত কমরেড গীতা রায় ও প্রয়াত কমরেড দেবাশিস সরকার মঞ্চে। এরিয়া কমিটির প্রথম সভা থেকে কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক নির্বাচিত হন প্রকাশ সরকার। সম্মেলন উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ্ত বাগচি। সম্মেলনে আগত প্রতিনিধিদের সামনে এই সময়ের রাজনৈতিক কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। মোট ১৩০জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। উপস্থাপিত খসড়া রাজনৈতিক-সাংগঠনিক প্রতিবেদনের ওপর ২জন মহিলা প্রতিনিধি সহ মোট ১৮ জন প্রতিনিধি আলোচনা করেন। সম্মেলনের শেষে ১ জন বিশেষ আমন্ত্রিত সদস্য সহ ১৪ জন সদস্য নির্বাচিত হন নবগঠিত কমিটিতে।
২৪ অক্টোবর ডি ওয়াই এফ আই রায়না আঞ্চলিক কমিটি (সেহারা ইউনিট) ও রায়না রেড ভলেন্টিয়ার্স উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করেছেন, ২৫জনের রক্ত শর্করা পরীক্ষা করা হয়।