চিন্তন নিউজ:২৫শে অক্টোবর:– জয়দেব ঘোষঃ- ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি সি আই টি ইউ জোনাল সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকের আলোচনা সভা… বক্তা: অধ্যাপক ডাঃ শ্যামল চক্রবর্তী।
ভারতের কমিউনিষ্ট পার্টি মার্কসবাদী কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির নবনির্বাচিত সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন কমরেড রজত ব্যানার্জী।জাঙ্গিপাড়া এরিয়া কমিটির নবনির্বাচিত সম্পাদক কমরেড সুদীপ্ত সরকার কে জানাই লাল সেলাম।
বৈদ্যবাটি- শেওড়াফুলির নবনির্বাচিত সম্পাদক হিসাবে নিযুক্ত হলেন চন্ডী দাস ভট্টাচার্য। আজ বহুগুনীজনের উপস্থিতিতে নাচ,গান,আবৃত্তি ও ছোটো নাটক পরিবেশনার মাধ্যমে পালিত হলো বিজয়া সম্মিলনী উৎসব দর্পন চন্দন নগরের, চাঁপাতলার ঠিকানায়।