জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ,সোনালী দত্ত দাঁ,১৩ই জুলাই, একদিকে মহামারীজনিত লকডাউনের কারণে মানুষ কর্মহীন আর অন্যদিকে মানুষের জীবন জীবিকাকে উপেক্ষা করে আচ্ছেদিন আনেওয়ালা কেন্দ্রের সরকারের একের পর এক জনবিরোধী পদক্ষেপ,দফায় দফায় পেট্রোল ডিজেলসহ রান্নার গ্যাস তৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর তাতে আমাদের মহামান্য রাজ্য সরকারের নীরব সম্মতি। আজ কাটোয়া রেলষ্টেশন চত্বরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি,সার্বজনীন ভ্যাকসিন ও ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবীকে সামনে রেখে সিপিআইএমের ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আভাস রায়চৌধুরী, অঞ্জন চ্যাটার্জি প্রমুখ।

পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুবরাও আজ পথে।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রায়না আঞ্চলিক কমিটির উদ্যোগে মোগলমারি পার্টি অফিস থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মিছিল এবং মিছিল শেষে অবস্থান বিক্ষোভ হয়।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ আই পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস,ডিওয়াইএফ‌আই পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য মিতা মালিক ও অন্যান্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।