জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর



চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭ জানুয়ারি, ২০২২ – গতকাল সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে আজ সারা বাংলা জুড়ে বিশেষ সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে বর্ধমান সদর-২ এলাকার বড়শুল রজকডাঙ্গা ও তৎ সংলগ্ন এলাকায় প্রায় শতাধিক পরিবারে সংগঠনের জেলা সম্পাদকের উপস্থিতিতে সদস্য সংগ্রহ হলো। উল্লেখ্য গতবছর ২০২০ সালে এই গ্ৰামে খেতমজুরের মজুরি বৃদ্ধির আন্দোলন সংগঠিত হয়েছিলো এবং দাবি আদায় সম্ভব হয়েছিলো।

আজ কাটোয়া শহরের খড়ের বাজার ও পানুহাট বাজার এলাকায় সকালে রেশনে বরাদ্দ কমানোর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সারা ভারত খেতমজুর ইউনিয়ন পূর্বস্থলী-২নং ব্লক কমিটির অভ্যন্তরে নিমদহ অঞ্চল কমিটির উদ্যোগে নিমদহ মধুপুর গ্রামে ২০২১-২০২২ সালের সদস্য গ্রহণ অভিযান চলছে। উপস্থিত ছিলেন- পূর্বস্থলী-২ নং ব্লক কমিটির সম্পাদক রাজেন্দ্র ঘোষ, সভাপতি ফকর উদ্দিন মন্ডল। নিমদহ অঞ্চল কমিটির নেতৃত্ব কানাই মাহিষ্য ,যুব নেতৃত্ব অনুপ ঘোষ, সমর রাজোয়ার প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।