জেলা

জলপাইগুড়িতে করোনা মোকাবেলায় প্রশাসনিক তৎপরতা



দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:৭ই জানুয়ারি:– সদর মহকুমা শাসকও পুরসভার যৌথ উদ্যোগে স্টেট ব্যাংক সংলগ্ন ক্লাব রোড এলাকার একটি গলিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হল শুক্রবার। ওই গলির বাসিন্দাদের রেপিড এন্টিজেন টেস্ট করার কাজ শুরু করে দেয় পৌরসভা। আজ ঐ গলির সকল বাসিন্দাদের রেপিড এন্টিজেন টেস্ট করানো হয় ।

পৌরসভা সূত্রে জানা গেছে গতকাল ওই গলিতে একজন করোণা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি দু’জন করোণা পজিটিভ হয়েছে তাই আজ সদর মহকুমা শাসক ও পৌরসভা সেই জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করে। এর পাশাপাশি জলপাইগুড়ি ময়নাগুড়ি তে চলে মাক্স হীন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে মাক্স হীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল।

এদিন সকাল থেকেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে মহকুমাশাসক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নামে এবং যারা মাক্স পড়ে চলাচল করছিলেন তাদের সকলকে ধরে ধরে করোনা টেস্ট করানো হচ্ছিল শুধু তাই নয় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে সামনে অবৈধভাবে থাকা দোকানপাট গুলো কয়দিন সরিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে কোন রকম ভাবেই জেলাশাসকের দপ্তরে সামনে কোন রকম অবৈধ জমায়াত এই করোনাকালে না হতে পারে তার জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন সদর মহকুমার শাসক সুদীপ পাল সদর মহকুমা শাসক জানান এই অবৈধভাবে দোকানগুলোতে ভিড় হচ্ছিল সেই কারণেই অবৈধ দোকান গুলোকে সরিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন জলপাইগুড়ি শহরের যেকোনো জায়গায় এই অভিযান চলবে। যেখানে ভিড় দেখা যাবে সেখানেই করোনা টেস্ট করা হবে মাক্স হীন ব্যক্তিদের।

এর পাশাপাশি শুক্রবার মাস্ক হীন ব্যক্তিদের বিরুদ্ধে ধরপাকড় চালালো ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি বাজারে বিভিন্ন লোকদের দেখা যায় মাক্স ছাড়া অবস্থায় বাজার করতে। ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি শহর এলাকায় মাস্ক বিহীন ব্যক্তিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে। এদিন প্রায় ত্রিশ জনকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। এছাড়াও বেশ কয়েকজনকে মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। এদিন রীতিমতো মাস্ক হীন ব্যক্তিদের ধরতে দৌড়ঝাঁপ শুরু করে পুলিশ। ট্রাফিক এলাকায় অনেকেই পুলিশকে দেখে পালিয়ে যায়। ক্রমাগত করোণা আক্রান্তের সংখ্যা ময়নাগুড়িতে বেড়েই চলেছে। এর পরেও যে সাধারণ মানুষের মধ্যে হুঁশ ফেরেনি তা আজ পরিলক্ষিত করা গেল। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে এইরূপ ধরপাকড় চলতে থাকবে। এদিন আটক করা ব্যক্তিদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।