জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৮ মার্চ,২০২২ — আজ প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হলেন ভাতাড় ৪ শাখার সম্পাদক রামেশ্বর চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭বছর ।কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে ২০১৩ সালে পাটি সদস্য পদ অর্জন করেন। কমিউনিস্ট মতাদর্শে দৃঢ় এবং পার্টির সংগঠনের কাজে তিনি ছিলেন ক্লান্তিহীন ও কঠোর নিয়মানুবর্তী। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নামে। মরদেহ রক্তপতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান পার্টির জেলা কমিটির সদস্য সুভাষ মন্ডল, উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্যরা ও অসংখ্য পার্টি দরদী সমর্থকরা।

দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে
দেশব্যাপী ২৮-২৯ মার্চ’২২,সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ প্রথম দিনে জেলার সর্বত্র – কাটোয়া, কালনা, মন্তেশ্বর, মেমারি, রায়না, বর্ধমান শহরে সর্বত্র বনধ পালিত হয়।

রায়না ২ এরিয়া কমিটি অন্তর্গত লোহাই বাজার হাটতলা ও উচালন আমতলা বাসস্ট্যান্ডে ধর্মঘটের সমর্থনে সড়ক অবরোধ করে।
বর্ধমান শহরে, পালসিট জাতীয় সড়ক, রেললাইন অবরোধ হয়। একইভাবে বরশুল, হাটগোবিন্দপুরেও অবরোধ করা হয়।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য বামপন্থীগন সংগঠনের পূর্বস্থলী- ২ এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ছাতনী মোড়ে অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য বিন কাসিম সেখ, প্রদীপ কুমার সাহা, কার্তিক দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।