জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১ লা মে – পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলে আজ শহীদ দিবস মর্যাদার সাথে ও করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে পালিত হলো।সদর ২ নম্বর এরিয়া কমিটির শক্তিগড় অফিসে, রায়না খন্ডঘোষের সগড়াই পার্টি অফিসে, পূর্বস্থলী নুসরাতপুর শাখায়,কালনা শহর ৭ নম্বর ওয়ার্ডে জিউধারায় রক্তপতাকা উত্তোলন করা হয়।

ঐতিহাসিক মে দিবসের দিন সিপি আই এম বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটির উদ্যোগে বি সি রোডে মোবারক বিল্ডিং – এর সামনে করোনা সতর্কতার প্রচার কর্মসূচী পালন করা হয়। পথচারীদের মাস্ক বিতরণ করা হয়, স্যানিটাইজার দেওয়া হয়।

কোভিড সচেতনতা মেনে, যথাযোগ্য মর্যাদার সাথে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বর্ধমান শহর দু’নম্বর এরিয়া কমিটির উদ্যোগে ঐতিহাসিক মে দিবস কর্মসূচি পালন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।