চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৯/১০/২৩ – গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, শিক্ষা প্রতিষ্ঠানের অস্বাভাবিক ফিজ বৃদ্ধির প্রতিবাদে, বর্ধমান বিশ্ববিদ্যালয় কে বাঁচাতে এবং সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে
আগামী ১২ অক্টোবর এস এফ আই, পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে জেলা শাসকের অফিস অভিযান সফল করার আহ্বান জানিয়ে আজ এস এফ আই ভাতার লোকাল কমিটির উদ্যোগে বলগোনা বাজারে পথসভা অনুষ্ঠিত হয় ।
আজকের পথসভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আশিক ইকবাল সঞ্জু, লোকাল কমিটির সদস্য শেখ সাদ্দাম ও শ্যামল মুর্মু ।
কেতুগ্রাম ১ এরিয়া কমিটির পালিটাতে প্রিপেড স্মার্ট মিটারের প্রতিবাদে, ১০০দিনের কাজ ২০০দিনে ও ৬০০টাকা মজুরীর দাবীতে, সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ কথা তুলে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে, কেন্দ্র ও রাজ্য সরকারের সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে পথসভা অনুষ্ঠিত হলো। পথসভায় বক্তব্য রাখেন এরিয়া সম্পাদক আনসারুল হক ও এরিয়া কমিটির সদস্য শ্রীনন্দ দাস ও আবুল কাদের।