কাকলি চ্যাটার্জী—চিন্তন নিউজ–১৩ই সেপ্টেম্বর,২০২০- ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার এসএফআই-ডিওয়াইএফআই সহ আটটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের আহ্বানে মিছিলের প্রস্তুতি চলছে কলকাতা জেলা জুড়ে। আজ এসএফআই-ডিওয়াইএফআই রাসবিহারী আঞ্চলিক কমিটির উদ্যোগে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের কাছে লেক ভিউ স্কুলের সামনে থেকে শুরু হয় সাইকেল ও বাইক মিছিল। বাইক মিছিলে নাকি আইন শৃংখলা সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এই অজুহাতে গোলপার্কেই পুলিশ মিছিল আটকে দেয়। যেন রাজ্যজুড়ে কতই না সুশৃঙ্খল অবস্থা! শুরু হয় পুলিশের সঙ্গে বাদানুবাদ, কমরেডদের লড়াকু মেজাজ বাধ্য করে দলদাস পুলিশ প্রশাসনকে পিছু হটতে। মিছিল শেষ হয় রাসবিহারীতেই, পূর্ব নির্ধারিত পথে।
সংবাদদাতা—অচ্যুত চক্রবর্তী- ডিওয়াইএফআই বেলেঘাটা কাঁকুড়গাছি আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় এক সাইকেল-বাইক মিছিলের আহ্বান করা হয় ১৫ সেপ্টেম্বরের বামপন্থী ছাত্র-যুব সংগঠনের ডাকে আয়োজিত মিছিলের সমর্থনে। ফুলবাগান মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মিয়াবাগান, সরকারবাজার হয়ে কাঁকুড়গাছি, গোখানা, বেলেঘাটা মেইন রোড হয়ে ফুলবাগানে গিয়ে শেষ হয়। সন্ত্রাসকবলিত এলাকা ৩৫ নং ওয়ার্ডের চড়কডাঙ্গা এলাকা পরিক্রমা করে মিছিল। ভয় ভাঙছে মানুষের, এগিয়ে আসছে প্রতিরোধে। আজকের মিছিল একথা প্রমাণ করে। মিছিলটি উদ্বোধন করেন সংগঠনের কলকাতা জেলার সভাপতি কলতান দাশগুপ্ত।
কোভিড সচেতনতায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কাজ করে চলেছেন রাজ্যজুড়ে। কলকাতা জেলাও এর ব্যতিক্রম নয়। আজ কাশীপুর-টালা-চীৎপুর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বেলগাছিয়া বাজারে মাস্ক, সাবান ও লিফলেট বিলি করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা জেলার সম্পাদক শেখ সোলেমান, জেলা নেতৃত্ব অনিন্দ্য চৌধুরী, মণিময় কুন্ডু, সুরজিৎ সাহা সহ এলাকার বিজ্ঞান আন্দোলনের কর্মীরা। যোগ দিয়েছিলেন এলাকার নাগরিক আন্দোলনের কর্মীরাও। অঞ্চলের বাসিন্দাদের অংশগ্রহণ এবং জিজ্ঞাসু মনোভাব উৎসাহব্যঞ্জক।
এসএফআই, ডিওয়াইএফআই সহ ৮ টি বামপন্থী ছাত্র- যুব সংগঠনগুলোর ডাকে সবার জন্য শিক্ষা এবং শিক্ষা শেষে চাকরির দাবিতে ১৫ সেপ্টেম্বরের মিছিলের প্রস্তুতি চলছে রাজ্যজুড়ে। এসএফআই, ডিওয়াইএফআই শিয়ালদহ-বহুবাজার আঞ্চলিক কমিটির অন্তর্গত ৪৯ নং ওয়ার্ড টেরিটোরিয়াল ইউনিটের উদ্যোগে অঞ্চলে দেওয়াল লিখন করা হল।
এসএফআই, ডিওয়াইএফআই সহ বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্বে ১৫ তারিখের ছাত্র-যুব মিছিলের সমর্থনে আজ ঢাকুরিয়া লেভেল ক্রসিংয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এসএফআই কলকাতা জেলা সভাপতি অর্জুন রায়, এআইএসএফ এর সম্পাদক সৈকত গিরি, গণতান্ত্রিক যুব ফেডারেশনের কলকাতা জেলা কমিটির রাজকুমার রায়চৌধুরী, শুভেচ্ছা মিত্র, আঞ্চলিক কমিটির সম্পাদক অভিষেক বসু। সভপতিত্ব করেন আঞ্চলিক কমিটির সভাপতি সুপর্ণ মিত্র।
কাকলি মৈত্র জানান— শিশুদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলার জোড়াসাঁকো ৩ এর গীতাঞ্জলী আঞ্চলিক কমিটির কর্মীবৃন্দ। ২৫ নং ওয়ার্ড ইউনিটের পক্ষ থেকে ২২০ জন শিশুর হাতে তুলে দেওয়া হল মাস্ক, স্যানিটাইজার, শিক্ষা ও খাদ্যসামগ্ৰী। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা কলকাতা জেলা কমিটির সম্পাদিকা দীপু দাস, রাজ্য কমিটির সদস্যা পারমিতা সেন রায়, সাহানা ভাদুড়ী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা প্রমা বল্লভ, জেলা কমিটির সদস্যা মমতা মহারাণা সহ অঞ্চলের নেত্রীবৃন্দ।
আজ কলকাতার ৮১ নং ওয়ার্ডের অন্তর্গত ৯১ ও ৮০ নং টালীগঞ্জ রোড এলাকায় কলকাতা নাগরিক সম্মেলন ও জনস্বাস্থ্য কমিটির উদ্যোগে স্যানিটাইজেশন করা হল।। এলাকাবাসীর সহযোগিতা প্রশংসনীয়।
সংবাদদাতা– অমরেশ ঠাকুরতা- সিপিআই(এম) রাসবিহারী ২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হল এক প্রতিবাদ সভা বিজেপি আরএসএস এর দিল্লি দাঙ্গায় সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্ট অধ্যাপক, সমাজকর্মী, ছাত্রছাত্রীদের ওপর মিথ্যা অভিযোগের আঘাত নামিয়ে আনার বিরুদ্ধে।
সংবাদ দিয়েছেন– জয়শ্রী দেবনন্দী – এন্টালী বিধানসভার ট্যাংরা অঞ্চলে মূলত প্রান্তিক মানুষের বসবাস কিন্তু রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে এই মানুষগুলো অনেক বেশী ওয়াকিবহাল তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের থেকে। আজ অঞ্চলের বস্তি উন্নয়ন সমিতি-এইডওয়া-ডিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। সাধারণ মানুষের অংশগ্রহণ অভূতপূর্ব! উপস্থিত ছিলেন শিল্পী শ্রীলেখা মিত্র। তিনি নিজে রক্তদান করেন, অন্যান্যদের উৎসাহিত করেন। এছাড়া উপস্থিত ছিলেন কনীনিকা ঘোষ, লক্ষীমণি ব্যানার্জী, দেবেশ দাস, ধ্রুবজ্যোতি চক্রবর্তী প্রমুখ নেতৃত্ব।
সংবাদদাতা—-দেবী দাস- দিল্লি দাঙ্গা মামলায় কমরেড সিতারার ইয়েচুরি সহ অন্যন্যা বুদ্ধিজীবীদের নাম ষড় যন্ত্র মুলক ভাবে যুক্ত করার প্রতিবাদে আজ সি পি আই (এম) বেহালা পশ্চিম (১) এরিয়া কমিটি উদ্যোগে বেহালা থানা থেকে পর্ণশ্রী পর্যন্ত মিছিল হয়।
সাথী ভট্টাচার্য জানান, কাশীপুর-টালা-চীৎপুর অঞ্চলেরএসএফআই- ডিওয়াইএফআই- সিটু- এইডওয়ার সহযোগিতায় এবং বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে ১নং ওয়ার্ডে আজ এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
সংবাদদাতা—-অনীশ চক্রবর্তী –এসএফআই- ডিওয়াইএফআই টালীগঞ্জ ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে ১৫ সেপ্টেম্বরের মিছিল সফল করার জন্য এলাকায় পোস্টারিং করা হয়। এছাড়া পথসভার মাধ্যমে ছাত্র-যুবর দাবীদাওয়া সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করা হয় এবং বাজার এলাকায় মাস্ক বিলি করা হয়।
সিপিআই(এম ) এর সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্ট মানুষের উপর মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। এই দাবিতে টালীগঞ্জ ১ এরিয়া কমিটি সন্ধ্যায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মানুষের স্বতস্ফূর্ত প্রতিবাদ ধ্বনিত হয় মিছিলে অংশগ্রহণের মাধ্যমে।