জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১১/৮/২৩ – আউসগ্রাম থানা এলাকার সোমাইপুরে এক আদিবাসী মহিলা দুষ্কৃতীদের পাশবিক অত্যাচারে নৃশংসভাবে খুন হয়েছে তার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটি উদ্যোগে আউসগ্রাম থানায় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব অঞ্জু কর, জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি, জেলা সম্পাদিকামন্ডলীর সদস্যা অনামিকা মিত্র, শ্রাবণী মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব।।

সংবাদদাতা সোমনাথ দে – আজ ১১ই আগষ্ট,
শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে ডিওয়াই এফ আই ও এস এফ আই
কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে ঘোষহাট চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি’তে মাল্যদানের মধ্য দিয়ে মর্যাদার সাথে পালন করা হলো। সভায় উপস্থিত ছিলেন এস এফ আই এর পক্ষে কাটোয়া পানুহাট লোকাল কমিটির সম্পাদক সোমনাথ দে, ডি ওয়াই এফ আই আঞ্চলিক কমিটির সম্পাদক অজয় সিং, এবিটিএ জেলা কমিটির সভাপতি সঞ্জীব কুমার দাস, এবিপিটএ র পক্ষ থেকে কৌশিক দে, সি আই টি ইউ এর পক্ষ থেকে জয়দীপ চ্যাটার্জি এবং সি পি আই (এম) পার্টি কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।